Travel

10 months ago

Wasif Manzil Murshidabad : খুলে গেল ওয়াসেফ মঞ্জিলের দরজা! দেখার কী কী আছে এখানে?

Wasif Manzil Murshidabad (Collected)
Wasif Manzil Murshidabad (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদকে কলে নবাবের শহর বলেই সকলে চেনেন। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে না না ঐতিহাসিক  নিদর্শন। এবার সেই মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রেই যুক্ত হল আরও এক নতুন পালক। দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল ওয়াসেফ মঞ্জিল। নতুন বছরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মুর্শিদাবাদের ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস।

পর্যটনের মরসুমে আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে নিউ প্যালেস। শুধুমাত্র ঘণ্টা নয়, নবাব আমলের বহু দলিল-দস্তাবেজ সহ ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এই প্যালেসে।নিউ প্যালেসের এস্টেট ম্যানেজার জানিয়েছেন, রবিবার থেকেই ওয়াসেফ মঞ্জিল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে হাজারদুয়ারির পাশাপাশি এই মিউজিয়ামও ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা।

জানা যায়, নবাব সিরাজদ্দৌলার সময়ে ওই প্যালেসে বাজানো হত এক বিশাল আকৃতির এক ঘণ্টা। তাতেই বোঝা যেত সময়। প্রায় ১৬ বছরের বেশি সময় ধরে সেই ঘণ্টা বাজেনি। পুরসভার উদ্যোগে সেই ঘণ্টা আবার বাজানোর প্রক্রিয়া শুরু হয়।


You might also like!