Breaking News
 
PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা

 

Travel

2 years ago

'Samalbong Village' near Kalingpong: কালিংপং এর অদূরেই 'সামালবং গ্রাম' - অপূর্ব সাজে প্রকৃতি

'Samalbong Village' near Kalingpong
'Samalbong Village' near Kalingpong

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তীব্র গরমে বাঙালি নাস্তানাবুদ। স্কুল কলেজ সাময়িক ছুটি। সামনেই গরমের ছুটি। এই অবস্থায় তীব্র গরমে থেকে বাঁচার জন্য আমরা পাহাড়ের পথে যেতে চাই। তাই আমাদের এবারের ভ্রমণের নতুন ডেস্টিনেশন কালিংপংএর পাশেই সামালবং। অতি মনোরম এই পাহাড়ি গ্রাম। যেমন সময়ে সেখানে ঘুরতে যাবেন সেরকম ভালো লাগবে এই স্থান। বর্ষাকালে একরকম রূপের দেখা মিলবে তো অক্টোবরের সময় আরেক রূপ। ডিসেম্বর-জানুয়ারিতে আবার অন্যরকম অনুভূতি। আবার এখনকার গরমেও যেতে পারেন এই গ্রামে। 

  দার্জিলিংয়ের মতো প্রবল ভিড় নেই,অথচ দার্জিলিংয়ের সমস্ত অনুভূতি এখানে পাবেন। ভিড় সেরকম হয়না এখানে, বেশ নির্জন নিরিবিলিতে একান্তে পাহাড়ের মাঝে সময় কাটাতে পারবেন আপনি। কৃষিপ্রধান এই গ্রামে দেখতে পাবেন ধান, আদা, এলাচ, ভুট্টার চাষ। পাহাড়ের ঢাল সবুজে সবুজে ময়। দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত রেঞ্জ। দেখতে পাবেন নীচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রেলি নদী।

পাহাড়, নদী, সবুজে ভরা মাঠের এক অপরূপ মেলবন্ধনের দেখা পাবেন আপনি। মনে হবে যেন রূপ কথার কোনো এক দেশে চলে এসেছেন। এখানের ভিউ পয়েন্ট থেকে নানান পাহাড়ি দৃশ্যের দেখা পাবেন।

  যাওয়া - নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে ৭০ কিমি দূরে এই সামালবং। কালিম্পং শহর থেকে মোট ২৭ কিমি। গ্রীষ্মের ছুটি কাটানোর এক আদর্শ স্থান হয়ে উঠতে পারে এই গ্রাম।

  থাকা - এখানে আছে বেশ কয়েকটি হোমস্টে। একবার ফোন করে বেরিয়ে পড়ুন।

You might also like!