
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকাল (Winter) এলেই বরফের ট্রেকে (Snow Trek) উৎসাহীদের ভিড় বাড়ে। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে বরফের চূড়ার (Snow Peaks) মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার আকর্ষণ প্রবল। যদিও এই সময় তাপমাত্রা মাইনাসে নেমে যায়, তবুও পরিষ্কার নীল আকাশ আর সাদা বরফের যে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, তার জন্য উইন্টার ট্রেকই সেরা।তবে এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে বিপদও লুকিয়ে থাকে। হাঁটার সময় হঠাৎ তুষারপাত (Snowfall) হলে, ঘন কুয়াশায় (Fog) পথ হারিয়ে গেলে, বা শক্ত বরফের ওপর পা পিছলে পড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই, উইন্টার ট্রেক যতই উত্তেজনার হোক না কেন, পর্যাপ্ত সাবধানতা অবলম্বন না করলে বিপদে পড়ার ঝুঁকি থাকে।সুতরাং, যাঁরা প্রথমবার উইন্টার ট্রেকে যাচ্ছেন, তাঁদের জন্য প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া আবশ্যক।
জুতোর সঙ্গে আপোস নয়—
উইন্টার ট্রেকে ওয়াটার-প্রুফ জুতো পরতেই হবে। বরফের মধ্যে হাঁটলে ওয়াটার-প্রুফ জুতো পরা ছাড়া গতি নেই। তাও ভালো মানের ওয়াটার-প্রুফ জুতো হতে হবে। যদিও টানা ৫-৬ ঘণ্টা বরফের মধ্যে হাঁটলে জুতো ভিজে যায়। তাই সঙ্গে ৩-৪ জোড়া অতিরিক্ত মোজা নেবেন।
২-৩টে লেয়ার দরকার—
একটা জ্যাকেট, একটা সোয়েটার বা একটা উলের পোশাক যথেষ্ট নয়। শীতকালে ট্রেকে গেলে ২-৩টে লেয়ারে পোশাক পরতে হবে। ফ্লিস জ্যাকেট, প্যাডেড জ্যাকেট, থার্মাল সঙ্গে রাখবেন। পাশাপাশি মাইনাসে তাপমাত্রায় পরা যায় এমনও জ্যাকেট সঙ্গে নেবেন। জ্যাকেট ওয়াটার-প্রুফ হলে খুব ভালো। এতে তুষারপাতেও পরতে পারবেন। পাশাপাশি উলের প্যান্ট, থার্মাল নিতে ভুলবেন না। হ্যান্ড গ্লভস, টুপি, নাক-কান-গলা ঢাকার জন্য উলের স্কার্ফও নিতে হবে।
ট্রেক পোল জরুরি—
উইন্টার ট্রেকে সবচেয়ে বেশি ট্রেক পোল বা লাঠির প্রয়োজনীয়তা রয়েছে। ট্রেক পোল আপনাকে সাপোর্ট দেবে। পাশাপাশি এক হাঁটু বরফের মধ্যে হাঁটলে এই ট্রেক পোলই আপনাকে রাস্তা বুঝতে সাহায্য করবে। বরফে ট্রেক পোল গুঁজলে বুঝতে পারবেন, সেখানে পা দেওয়া উচিত কি না। পুরোনো বরফে পা পিছলে যায়। সেখানে ট্রেক পোলের সাহায্যে হাঁটলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা এড়ানো যায়।
আর কী কী মাথায় রাখবেন?
জলের বোতল ছাড়া হাঁটা চলবে না। কিন্তু শীতকালে পাহাড়ে সাধারণ জলও বরফ হয়ে যায়। তাই ফ্লাস্কে গরম জল নিন। এতে জল দীর্ঘক্ষণ গরম এবং খাওয়া যোগ্য থাকবে। এ ছাড়া শীতের রাতে সাধারণ কম্বলে ঠান্ডা নাও কাটতে পারে। তাই সঙ্গে স্লিপিং ব্যাগ রাখতে পারেন।
প্রথমবার উইন্টার ট্রেক কোথায় কোথায় যেতে পারেন?
কম খরচে উইন্টার ট্রেক আনন্দ করতে সান্দাকফু যেতে পারেন। বরফের মধ্যে হাঁটার সুযোগ পাবেন সিকিমেও। সিকিমের গোয়েচেলা ট্রেক খুবই জনপ্রিয়। তবে এই ট্রেকের জন্য ট্রেকের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। এ ছাড়া উত্তরাখণ্ডের কুয়ারি পাস, কেদারকণ্ঠ, আলি বেদনি বুগিয়ালের মতো ট্রেকগুলো করতে পারেন।
