Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Travel

2 years ago

Dzukou Valley Of Nagaland: নাগাল্যান্ডের 'জুকু ভ্যালি' - অসাধারণ অফবিট ডেস্টিনেশন

Dzukou Valley Of Nagaland (File Picture)
Dzukou Valley Of Nagaland (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম-বর্ষা মিলে মিশে এক অপরূপ সাজে প্রকৃতি। এই মুহূর্তের আপনার আদর্শ ভ্রমণের জায়গা হতে পারে 'জুকু ভ্যালি।' এই বাজারে কম খরচে কলকাতার কাছেই বেড়িয়ে আসুন জুকু ভ্যালি থেকে। একেবারে অফবিট জায়গা অনেকেই যাননি। উত্তরবঙ্গের এঅকেবারে কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অফবিট জায়গা। অসম-মেঘালয় তো বটেই জুকু ভ্যালি একেবারে অন্যরকম। নাগাল্যান্ডে রয়েছে এই জুকু ভ্যালি। প্রকৃতি এই রাজ্যকে যেন সব সৌন্দর্য উজার করে দিয়েছে। এতোটাই সুন্দর নাগাল্যান্ড। তার থেকেও সুন্দর জুকু ভ্যালি। এই নাগাল্যান্ডেরই অংশ জুকু ভ্যালি। এই জুকু ভ্যালিতে জড়িয়ে রয়েছে ইতিহাসও। প্রকৃতি আর সেই ইতিহাস মিলিয়ে অপরূপ জুকু ভ্যালি।

আবার ট্রেক করতে যারা ভালোবাসেন তাদের জন্যই জুকু ভ্যালি আদর্শ। দুটি পথে জুকু ভ্যালি ট্রেক করা যায় একটি ভিসামা থেকে আরেকটি জাখামা গ্রাম থেকে। ভিসামা রুটটি বেশি সহজ। বেশ কিছুটা সমতল রাস্তায় চলার পর শুরু হয় হালকা উতরাই। রাস্তার পাশে অসংখ্য রডোডেনড্রন ফুটে রয়েছে। তারসঙ্গে মেঘেদের খেলা। উত্তর পূর্বের রাজ্যগুলির এটা একটা আলাদা মাধুর্য রয়েছে। কিছুদূর যেতেই চোখে পড়বে জুকু ভ্যালির বিশেষত্ব। একটি ভূখণ্ড তৈরি হয়েছে এখানে। জমির উপরে যেন ঢেউ খেলে গিয়েছে। সেটা দেখার জন্য ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। বাঁশের তৈরি ঝুলন্ত ভূমিরূপ। সেখানে নাকি অসংখ্য লিলি ফুটে আছে।

শুধু জুকু ভ্যালি নয় নাগাল্যান্ডে পা রাখলেই দেখা তার সৌন্দর্য। নাগাল্যান্ডের একটা বিশেষত্ব হল কেউই ফুল। নাগাল্যান্ডের রাজধানী কোহিমার রাতের সৌন্দর্য অসাধারণ।

You might also like!