দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওড়িষার (Odisha) কটক, বৌধ, নয়াগড় ও অঙ্গুল ৪ জেলায় প্রায় ১০০০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত সাতকোশিয়া অভয়ারণ্য (Satkosia Tiger Reserve)। ওড়িশা ইকো-ট্যুরিজমের (Odisha Eco-Tourism) সৌজন্যে বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে নেচার ক্যাম্প। তবে জঙ্গল, পাহাড় ও নদীর কাছাকাছি হওয়ার জন্য লবঙ্গীর জঙ্গল সংলগ্ন 'টিকরপাড়া নেচার ক্যাম্প' অতিরিক্ত জনপ্রিয়তা পেয়েছে। দু-পাশে পূর্বঘাট পাহাড়, মাঝখান দিয়ে সাতক্রোশ বা ২২ কিলোমিটার পথ মহানদী বয়ে চলেছে। তাই এই অভয়ারণ্যর নাম 'সাতকোশিয়া'। সারাবছরই যাওয়া যায় তবে শীতকাল সাতকোশিয়া বেড়ানোর আদর্শ সময়।
কীভাবে যাবেন?
*ট্রেন: হাওড়া থেকে ট্রেনে কটক বা অঙ্গুল। এরপর কটক থেকে গাড়ীতে টিকরপাড়া (২০০ কিমি, প্রায়) এবং অঙ্গুল থেকে গাড়ীতে ৬০ কিমি।
*গাড়ি: কলকাতা থেকে গাড়িতে গেলে NH16 ধরে বালাসোর, ভদ্রক হয়ে কটকের ১৩কিমি আগে মঙ্গলু চক থেকে NH55 ধরে অঙ্গুল। সেখানে স্থানীয় যে কাউকে জিজ্ঞেস করলেই টিকরপাড়ার যাওয়ার নির্দেশ মিলবে। এ ছাড়া রাস্তার পাশে বোর্ড রয়েছেই। কলকাতা থেকে টিকরপাড়ার দুরত্ব ৬০০কিমি প্রায়। ভুবনেশ্বর থেকে ৩ ঘণ্টার রাস্তা।
কোথায় থাকবেন?
*OFDC Nature Camp এর বুকিং অনলাইনে করা হয়। নিজস্ব ওয়েবসাইট আছে ওড়িশা ট্যুরিজমের (www.ecotourodisha.com)। টেন্টে দু-জনের থাকা ও খাওয়া সমেত খরচ প্রতিদিন ৩০০০টাকা মতো। পরপর সাজানো ১২টি টেন্ট রয়েছে। এ ছাড়া পাহাড়ের ঢালে কটেজ আর টেন্ট রয়েছে। বালির ওপর ডাইনিং রুম সুন্দর সাজানো।
*Chotkei Nature Camp-এ প্রতিদিন ২ জনের খরচ ২৫০০ টাকার মতো। রিসোর্ট থেকে মাত্র ৮০০ মিটার দূরেই রয়েছে মহানদী ।
*'হিল ভিউ রিসোর্ট' রয়েছে কমলাডিহাতে। সদ্য হওয়ায় রিসোর্টে রয়েছে মোট দশটি ঘর।
কোথায় কোথায় ঘুরবেন?
*Dwonzhora Waterfalls: সুন্দর এই জলপ্রপাতটি ৮০০ মিটারের মতো ট্রেক করে পৌঁছতে হয়। একটি ড্যাম রয়েছে, যার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম।
*মহানদীতে বোটিং করতে পারেন। এক ঘণ্টা বোটিং করতে লাগে কম-বেশি ৭০০ টাকা। স্পিড বোটে করে যেতে হবে। যাত্রাপথের প্রচুর কুমির কচ্ছপ, রংবেরঙের পাখি দেখতে পাওয়া যাবে। এ ছাড়াও একাধিক ঘোরার জায়গা রয়েছে। সঙ্গে রয়েছে মন খুলের প্রকৃতিকে উপভোগের ১০০ শতাংশ সুযোগ।