Travel

1 year ago

Lahagarh Tourism: শিলিগুড়ির অদূরেই 'লাহাগড়' - পাহাড়,জঙ্গল ঝর্ণার অনন্য মিশ্রণ

'Lahagarh' near Siliguri - a unique blend of hills, jungle springs
'Lahagarh' near Siliguri - a unique blend of hills, jungle springs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতানুগতিক দিঘা,পুরী,দার্জিলিং এর বাইরে যাঁরা একটু অফবির নির্জনতার সন্ধান করছেন, তাদের জন্য আদর্শ জায়গা হলো এই লোহাগড়। শিলিগুড়ি শহর থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বেই রয়েছে এরকমই একটি অফবিট ভ্রমণ স্থান। জায়গাটির নাম হলো লোহাগড়। এখানে এসে যদি টুকুরিয়াঝাড় এলাকার গা ছমছমে বন্য পরিবেশে হোম-স্টেতে রাত কাটানোর সুযোগ পান এসুযোগ হাতছাড়া করবেন না। শিলিগুড়ি মহকুমা পরিষদ এই চিন্তা করেই ওই দুটি এলাকা টি-টুরিজমের মাধ্যমে সাজিয়ে তোলার ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন পাহাড়, নদী, এবং জঙ্গলে ঘেরা এক অবর্ণনীয় প্রাকৃতিক পরিবেশের। ভ্রমণপিপাসুরা প্রায়ই এক চিলতে রোদে দাড়িয়ে চা বাগানের দৃশ্য চাক্ষুষ করতে চান। আর উপরি হিসাবে যদি পাওয়া যায় পাহাড়, নদী এবং জঙ্গল তাহলে তো আনন্দের মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়।

এই লোহাগড় ও টুকুরিয়াঝাড় দুটি এলাকাই রয়েছে নকশালবাড়ি ব্লকে। এই জায়গাটি ইতিমধ্যেই ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করেছে অফবিট টুরিস্ট স্পট  হিসাবে। মহকুমা পরিষদের উদ্যোগে এবার এই দুটি এলাকায় গড়ে উঠতে চলেছে টি-টুরিজম। পর্যটন উন্নয়ন পরোক্ষ লক্ষ্য হলেও, এটির পিছনে প্রত্যক্ষ লক্ষ্য হলো মহকুমা পরিষদের আয় বাড়ানো। পর্যটকদের অত্যন্ত প্রিয় এই লোহাগড় ও টুকুরিয়াঝাড়ের জঙ্গল সংলগ্ন এলাকার চা বাগানে তৈরি হতে চলেছে টি টুরিজম। এখানে চা বাগানের মধ্যে রাত্রিবাস করার জন্য তৈরি করা হবে হোম-স্টে তার পাশাপাশি আরো অনেক কিছু করার চিন্তাভাবনা চলছে। কর্তৃপক্ষ পর্যটন দপ্তরের সাথে আলোচনা করে বিষয়টা অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন। তাই আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন এই নতুন অফবিট পথের উদ্দেশ্যে।

You might also like!