Travel

6 months ago

Sikkim Tour: শুক্রবার সিকিমে যাচ্ছেন? হোটেলের পথে কাঁটা হয়ে দাঁড়াবে না তো ভোট?

Sikkim Tour (File Picture)
Sikkim Tour (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনে বড় কোনও পরীক্ষা নেই। মাধ্যমিক-উচ্চ মাধ্য়মিক পরীক্ষাও শেষ। গরমের ছুটি এগিয়ে আসছে। ঘোরার জন্য এই সময় ছাড়া আর ভালো কোন সময়ই বা হতে পারে? ছুটির এই সময়কে কাজে লাগিয়ে বাঙালির কাছে 'দীপুদা' (দীঘা-পুরী-দার্জিলিং) বেস্ট ডেস্টিনেশন। সঙ্গে অবশ্য়ই রয়েছে সিকিমও। এই সময় এই জায়গাগুলি থেকে ঘুরে আসার হিড়িক পড়ে যায়। এই সময় ট্রেন বা বিমানের টিকিট পাওয়াই মুশকিল। অনেক আগে থেকেই টিকিট বুকিং হয়ে যায়। হোটেলগুলির বুকিংও ফুল। আপনার কি শুক্রবার, ১৯ এপ্রিল সিকিম বেড়ানোর প্ল্যান রয়েছে? এই খবরে কিন্তু মন খারাপ হতে পারে। সিকিম বেড়ানোর প্ল্যান করলে প্রথমেই ধাক্কা খাওয়ার সম্ভাবনা।

অফিসে ইয়ার এন্ডিংয়ের চাপ সামলে সন্তানদের পরীক্ষা শেষে আপনি কি সিকিম ঘুরে আসার প্ল্যান করেছিলেন? প্ল্যান ছিল বরফে ঢাকা ছাঙ্গু লেকে চুটিয়ে আনন্দ উপভোগ করার? তবে সেই স্বপ্ন কিন্তু আপাতত বাক্সবন্দিই রয়ে যাবে পর্যটকদের। কারণ লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল শুক্রবার থেকে দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। প্রথম দফায় ভোট ওই দিন। দেশে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোট হবে সাত দফায়। ৪ জুন ভোট গণনা। তবে ২ জুন ভোট গণনা হবে সিকিমে। শুক্রবার প্রথম দফাতেই সিকিমে ভোট থাকায় পর্যটকরা খানিক সমস্য়া পড়তে পারেন। হোটেল পেতেও সমস্য়া হতে পারে।

কেন সিকিম বেড়ানোর প্ল্যান ভেস্তে যেতে পারে?সিকিমে একটি মাত্র লোকসভা আসন রয়েছে। সেখানে ভোট হবে প্রথম দফাতেই, ১৯ এপ্রিল। দুই তিন দিন আগে থেকেই পর্যটন কিছুটা ব্য়াহত হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে আবার ৩২টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণও হবে ওই দিন। অনেকেই ভোটের কারণেই ঝামেলায় পড়তে পারেন এই আশঙ্কায় সিকিম যাওয়া প্ল্যান বাতিল করেছেন। ভ্রমণপিপাসুদের মন খারাপ পাশাপাশি পর্যনট ব্যবসার সঙ্গে জড়িতওরা আর্থিক ধাক্কার মুখে পড়বেন। বর্তমানে সিকিমের একাধিক অফবিট ডেস্টিনেশনে ঘুরে আসার প্রবণতা বেড়েছে বাঙালিদের মধ্য়ে। ভ্রমণপিপাসুরদের পছন্দের তালিকার প্রথমেই রয়েছে গুরুদংমার, নর্থ সিকিম, নাথু লা, ছাঙ্গু লেক। গরমের ছুটিতে একবার টুক করে সিকিম ঘুরে আসার প্ল্যান মিস করতে চান না অনেকেই। তবে সিকিমে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হওয়ায় সিকিমে প্রচার ঝড় শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগে থেকেই। শুক্রবার ভোট থাকায় রাজনীতির পারদ আরও বাড়বে। ভোটের কাজের জন্য এক সপ্তাহ আগে থেকেই গাড়ির সংখ্য়া কমে গিয়েছে। তবে গাড়ি কোনও ভাবে জোগার হলেও অনেকেই ভোট চলাকালীন অশান্তির হতে পারে এই আশঙ্কায় সিকিম যাওয়ার প্ল্যান বাতিল করেছেন। ফলে পর্যটন ব্য়বসা যে এই যাত্রায় বেশ কিছুটা ধাক্কা খেতে চলছে তা আর নতুন করে বলতে হবে না। শুক্রবার ভোটের দিন হোটেল পেতে সমস্যা হতে পারে। বিভিন্ন জায়গায় কড়াকড়িও থাকবে। পাশাপাশি গন্ডগোলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সিকিমে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি প্রধান দল হল সিকিম ক্রান্তিকারি মোর্চা, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, বিজেপি, আইএনসি। কংগ্রেস সিকিমে প্রার্থী করেছে গোপাল ছেত্রীকে। অন্যদিকে, বিজেপি প্রার্থী করেছে দীনেশ চন্দ্র নেপালকে। এদিকে সিকিম ক্রান্তিকারি মোর্চা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (SDF) প্রেম দাস রাইয়ের বিরুদ্ধে বর্তমান সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বাকে প্রার্থী করেছে।

You might also like!