Travel

10 months ago

Ram Mandir : শীঘ্রই খুলতে চলেছে অযোধ্যা বিমানবন্দরের দরজা, জেনে নিন ফ্লাইটের সম্পূর্ণ রুট এবং ভাড়া কত হবে

Ayodhya Airport (Collected)
Ayodhya Airport (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ২২ তারিখ উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের।  অযোধ্যাকে সাজিয়ে তুলতে এবং শহরের যাবতীয় পরিষেবাকে ত্রুটিমুক্ত করতে ব্যস্ততা বাড়ছে সরকারের। ব্যস্ত অযোধ্যাবাসীও। শহরের বাইরের অতিথি ভক্তদের জন্য রেলওয়ে স্টেশনে চলছে ফিনিশিং টাচ। রেলস্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত সবকিছুই ২২ জানুয়ারির আগে জনগণের জন্য যতটা সম্ভব প্রস্তুত করে নেওয়া হচ্ছে। অযোধ্যা রেলওয়ে স্টেশেন নাম বদলে হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে জংশন। রেলস্টেশনের সুযোগ-সুবিধা এবং পরিষেবা হয়েছে আন্তর্জাতিক মানের। অন্যদিকে প্রায় একই হাল অযোধ্যা বিমান বন্দরের। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।  

পূর্ন ক্লপ্না অনুযায়ী ১১ জানুয়ারি থেকে আহমেদাবাদ থেকে অযোধ্যা ফ্লাইটগুলি শুরু হবে। ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন শুধুমাত্র একটি ফ্লাইট দিল্লি থেকে অযোধ্যায় যাবে। এবং ১০ জানুয়ারি থেকে দিল্লি থেকে অযোধ্যার প্রতিদিনের ফ্লাইট শুরু করবে ইন্ডিগো। আহমেদাবাদের জন্য সপ্তাহে তিনটি ফ্লাইট শুরু হতে চলেছে। 

জানা গিয়েছে অযোধ্যা থেকে দিল্লির ভাড়া হবে প্রায় ৩৬০০ টাকা, যেখানে আমরা যদি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সময় থেকে মানে মোটামুটি দুই দিনের জন্য অর্থাৎ ২০ জানুয়ারি থেকে টিকিটের দাম ১২০০০ টাকা বা তার বেশি হবে।বিমানবন্দর থেকে অযোধ্যায় প্রবেশ এবং যাতায়াতের জন্য সংযোগকারী সড়কপথ তৈরি হয়েছে। এবং অন্যান্য সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। অযোধ্যার শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আপনি এসে পৌঁছাবেন, তখন সেখানে চোখে পড়বে বংশী পাহাড়পুরের খোদাই করা পাথর। এই পাথরে যেমন বিমানবন্দরটি নির্মাণ হয়েছে, তেমনই ভগবান রামের মন্দির নির্মাণেও এই পাথর ব্যবহার করা হয়েছে। অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোতেই দেশ ও বিশ্বের সমস্ত যাত্রীরা, অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের নগরীতে পা রাখান অনুভূতি লাভ করবেন।

অযোধ্যার শ্রী রাম বিমানবন্দরের নকশা তৈরি করা হয়েছে হুবহু রাম মন্দিরের আদলে, এই বিমানবন্দর ২৪ ঘণ্টাই চালু থাকবে। বিমানবন্দরটি ৫০০ যাত্রী ধারণের মতো ডিজাইন করা হয়েছে। বিমানবন্দরে মানুষ আন্তর্জাতিক পর্যায়ের সুযোগ-সুবিধা এবং পরিষেবাও পাবে। 

You might also like!