Technology

8 months ago

Xiaomi 14 Ultra: বাজারে আসছে শাওমি’র নয়া স্মার্টফোন

Xiaomi 14 Ultra (File Picture)
Xiaomi 14 Ultra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসছে Xiaomi 14 Ultra স্মার্টফোন। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত সপ্তাহে চিনের বাজারে লঞ্চ হয় এই হ্যান্ডসেট। আগের যে মডেল ছিল শাওমি 13 আল্ট্রা তাকে ছাপিয়ে যেতে চলেছে এই হ্যান্ডসেট। ফোনের একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন কি রয়েছে তা সম্পর্কে জেনে নিন।

শাওমি 14 আল্ট্রা ভ্যারিয়েন্টে আগের মডেলের মতোই ক্যামেরা কাট-আউট থাকবে বলে জানা গিয়েছে। তবে লেন্সের যে হোল থাকে তা সাইজে বড় হতে পারে। টেক রিপোর্ট অনুযায়ী, ফোনের প্রাইমারি ক্যামেরাতে মিলবে f/1.6 অ্যাপারচার। স্মার্টফোনে পেতেপারেন অ্যাসফেরিকাল লেন্স যার নাম Vario-Summilux।

ক্যামেরা

স্মার্টফোনে 120 মিলিমিটার পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে যা আসবে f/2.5 অ্যাপারচারের সঙ্গে। শাওমি 14 মডেলে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফ্রন্টে মিলবে 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

Xiaomi 14 সিরিজ

শাওমি 14 সিরিজের অধীনে একাধিক হ্যান্ডসেট দেখা যাবে। আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 অনুষ্ঠানে ভারত-সহ অন্যান্য দেশে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। চিনে যে শাওমি 14 লঞ্চ হয়েছিল তার বেস মডেলে রয়েছে 6.3 ইঞ্চি LTPO ডিসপ্লে এবং 120HZ পর্যন্ত রিফ্রেশ রেট ও 3000 নিটস পিক ব্রাইটনেস। এতে প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 যা 12GB ব়্যাম এবং 1TB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সাপোর্ট করে।

রিফ্রেশ রেট। এতে প্রসেসর মিলবে Snapdragon 8 Gen 3 চিপসেট। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,180mAh এবং 90W ফাস্ট চার্জিং। কার্ভ ডিসপ্লে’র সঙ্গে আসতে পারে এই মডেল।

Xiaomi 14 Ultra সম্ভাব্য দাম

স্মার্টফোনের দাম নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। গত বছর অক্টোবরে চিনে লঞ্চ হয় শাওমি 13। ভারতীয় মুদ্রায় যার দাম শুরু 45,500 টাকা থেকে। শাওমি 14 প্রো-এর দাম শুরু ভারতীয় মুদ্রায় 56,900 টাকা থেকে। যা আল্ট্রা নামে ভারতে লঞ্চ হতে চলেছে। তবে যতক্ষণ না কোম্পানির তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসছে ফোনের দাম সম্পর্কিত তথ্য বলা কঠিন।

You might also like!