Technology

7 months ago

16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে এই ফোন, দাম হবে 9,000 টাকারও কম

Infinix Hot 40i
Infinix Hot 40i

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Infinix Hot 40i ফোনের ভারতীয় লঞ্চ তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে। এই ফোনের একটি মাইক্রোসাইট অনলাইন শপিং সাইট Flipkart-এ লাইভ করা হয়েছে। এখানে ফোনের লঞ্চের তারিখ 16 ফেব্রুয়ারি, 12 টায় দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের কী স্পেসিফিকেশন থাকবে।

কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনের দাম 9,000 টাকার চেয়ে কম হবে। এতে 8GB physical RAM, 256GB স্টোরেজ এবং 8GB virtual RAM দেওয়া হবে। এই ফোনে Unisoc T606 SoC এবং 50-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। Infinix Hot 40i ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Infinix Hot 40i ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই স্ক্রিন 480 নিটস ব্রাইটনেস এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং এক্সওএস 13.0 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি57 জিপিইউ যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: Infinix Hot 40i ফোনে সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ভারতীয় মডেলের এই একই ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল এআই সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।


You might also like!