Technology

7 months ago

গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 11F 5G, জেনে নিন দাম

OPPO Reno 11F 5G
OPPO Reno 11F 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Oppo সম্প্রতি গ্লোবাল মার্কেটে Reno 11 সিরিজের ঘোষণা করেছে। আবার আজ এই একই সিরিজের অধীনে আরেকটি নয়া মডেল থাইল্যান্ডে লঞ্চ করা হল, যার নাম Oppo Reno 11F 5G। এটি একটি মিড-রেঞ্জ ডিভাইস। ফিচার হিসাবে এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক চিপসেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এএমএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া একাধিক কার্যকরী কানেক্টিভিটি ও সেন্সর বিকল্পও সামিল থাকছে। প্রসঙ্গত, Reno 11F 5G স্মার্টফোন ভারতে সম্ভবত Oppo F25 নামের সাথে আত্মপ্রকাশ করবে।

OPPO Reno 11F 5G এর দাম এবং সেল

থাইল্যান্ডে নতুন OPPO Reno 11F 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

8GB RAM + 256GB স্টোরেজ সহ এই ফোনটি THB 10,990 অর্থাৎ প্রায় 25,500 টাকা দামে সেল করা হবে।

OPPO Reno 11F 5G ফোনটি পাম গ্রীন, ওসিয়ান ব্লু এবং কোরাল পার্পল কালারে পেশ করা হয়েছে। এই ফোনের সেল আগামী কিছু দিনের মধ্যে শুরু করে দেওয়া হবে।

OPPO Reno 11F 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno 11F 5G ফোনে 6.7 ইঞ্চির Full HD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 10-বিট প্যানেল, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্ক্রিন সেন্সিটিভিটি রেট, DCI-P3 কালার গামুট, 100% sRGB কভারেজ, 1.07 মিলিয়ন কালার, 1100 নিটস পীক ব্রাইটনেস, 93.4% স্ক্রিন টু বডি রেশিও এবং 394PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়া প্রোটেকশনের জন্য এতে পাণ্ডা গ্লাস যোগ করা হয়েছে।

প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এতে কোম্পানি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 চিপসেট যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য ARM Mali G68 MC4 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB LPDDR4X RAM +256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনটি extended 8GB RAM এবং microSD কার্ড স্লট সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.7 অ্যাপার্চারযুক্ত 64MP OV64B প্রাইমারি 6P লেন্স, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 112° ফিল্ড অফ ভিউ সহ 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড আঙ্গেল 5P লেন্স এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11F 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

ওএস: OPPO Reno 11F 5G ফোনটি Android 14 এবং ColorOS 14 সহ পেশ করা হয়েছে।

অন্যান্য: OPPO Reno 11F 5G ফোনে জল ও শুল থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরেশন সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, জায়রোস্কোপ ও স্টেপ কাউন্টিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ডায়মেনশন এবং ওজন: OPPO Reno 11F 5G ফোনের ডায়মেনশন 161.1 x 74.7 x 7.54 এমএম এবং ওজন 177 গ্রাম।

কানেক্টিভিটি: OPPO Reno 11F 5G ফোনে Wi-Fi 6, WLAN 2.4GHz / 5GHz, ব্লুটুথ 5.2, USB Type C পোর্ট, NFC, GPS, GLONASS, Galileo, ডুয়েল SIM কার্ড স্লট রয়েছে।


You might also like!