Technology

8 months ago

ক্যামেরা থেকে ব্যাটারি,মিড বাজেটে পাওয়া যাবে realme 12 Pro 5G

realme 12 Pro 5G
realme 12 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিজাইন দেখলেই যে চোখ জ্বলজ্বল করে উঠবে তেমনটা নয়, তবে লেদার ফিনিশ এবং রঙের মাধ্যমে নজরকাড়া লুক রয়েছে স্মার্টফোনে। সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি 12 প্রো বাজারে যে দারুণ চ্যালেঞ্জ হাজির করেছে তা স্বীকার করতেই হয়। সকলেরই প্রত্যাশা, টাকা দিয়ে একটা ভালো ফিচারপ্যাক ফোন কেনার। আর তা দিতে চেষ্টায় ত্রুটি রাখেনি রিয়েলমি।

realme 12 Pro 5G এর দাম

কোম্পানি তাদের realme 12 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোনটির 8GB RAM + 128GB মডেল 25,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 26,999 টাকা দামে সেল করা হবে।

আগামী 6 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি realme.com, ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

এই ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড হোল্ডাররা 2,000 টাকা পর্যন্ত বেনিফিট এবং 12 মাসের নো কস্ট EMI অপশন পাওয়া যাবে।

realme 12 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিজাইন: realme 12 Pro 5G ফোনে লাক্সারি ওয়াচের মতো ডিজাইন দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল এবং এর নিচ থেকে সরু লম্বা স্ট্রিপ রয়েছে। এই ফোনটি Submarine Blue এবং Navigator Beige কালারে পেশ করা হয়েছে।

ডিসপ্লে: realme 12 Pro 5G ফোনে 6.7-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট কার্ভ ভিশন স্ক্রিন, 2412 x 1080 FHD+ রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, 100% P3 কালার গামুট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 800 নিটস পীক ব্রাইটনেস, সিকিউরিটির জন্য 0.55 এমএম সেকেন্ডারি টেম্পার্ড গ্লাস এবং 2160Hz PWM ডিমিং ফিচার রয়েছে।

প্রসেসর: realme 12 Pro 5G ফোনে 64-বিট অক্টাকোর Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর যোগ করা হয়েছে। এটি অত্যাধুনিক 4nm প্রসেসে কাজ করে এবং এর সঙ্গে অ্যাড্রিনো জিপিউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এতে 8GB Dynamic RAM যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনের RAM সুবিধা অনুযায়ী বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX882 সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32 মেগাপিক্সেল Sony IMX709 Telephoto লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনটি 67 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: realme 12 Pro 5G ফোনে ডলবি অ্যাটমস সহ হাই রেস ডুয়েল স্পিকার, সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ওজন 190 গ্রাম এবং থিকনেস 8.75mm। ফোনটির ভেগান লেদার মডেলের ওজন 190 গ্রাম।

ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে।


You might also like!