Technology

6 months ago

আইফোন জলে ভিজে গেলে এই ভুল করেন না তো? সতর্ক করল অ্যাপেল

Wet Iphones in Rice
Wet Iphones in Rice

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্মার্টফোনের বড় শত্রু জল। তবে সেই ভয় আইফোন ব্যবহারকারীদের ততটা থাকে না। আসলে আইফোন জল নিরোধক হওয়ায় বৃষ্টিতে ভিজে গেলে বা জলে পড়ে গেলেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে ভেজা আইফোনের স্ক্রিন ঠিক মতো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে অসাবধানতায় দামি আইফোন জলে ভিজে গেলে অনেকেই চালের মধ্যে ভেজা ফোন রেখে শুকিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু চালের মধ্যে রাখলে আদপে আইফোনের ক্ষতি হতে পারে বলেই ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল।

আইফোন ভিজে গেলে একটি পরামর্শ বেশ প্রচলিত রয়েছে, ডিভাইসটি শুকানোর জন্য বন্ধ করে চালের মধ্যে রাখতে হবে। যা অনেক আইনফোন ব্যবহারকারীই সাময়িক টোটকা হিসাবে মেনে চলেন। কিন্তু এই পদ্ধতিটি আসলে বিপজ্জনক বলে জানিয়েছে অ্যাপল। 

প্রযুক্তি দুনিয়ার এই সংস্থা জানিয়েছে, চালের ব্যাগে ভিজে আইফোন রাখলে চালের ছোট কণা আইফোনের ক্ষতি করতে পারে। স্মার্টফোনের গায়ে থাকা জল চালের সূক্ষ্ম গুঁড়ার সঙ্গে মিশে মাড়ের মতো তরল তৈরি হয়। যা ফোনের ভেতরে জমে থাকা জল শুকানো তো দূরের কথা, উল্টো যন্ত্রটির ক্ষতি করে। তাই ভেজা আইফোন চালের মধ্যে রাখলে ফোনের ক্ষতিই হয়। 

আসলে আইফোন জলের ২০ ফুট গভীর পর্যন্ত ৩০ মিনিট সুরক্ষিত থাকে। তবে জলের গভীরতা বেশি হলে বা দীর্ঘ সময় জলের নিচে থাকলে আইফোনের ভিতর ভিজে যেতে পারে। তাহলে আইফোন ভিজে গেলে শুকানোর বিকল্প উপায় কী? সেক্ষেত্রে চালের ব্যাগে রাখার পরিবর্তে ফোনটিকে নিজে থেকেই শুকানোর পরামর্শ দিয়েছে অ্যাপেল। তবে জল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার কিংবা কম্প্রেসড এয়ার ব্লো ব্যবহার করা যাবে না। 

কোম্পানি জানিয়েছে, আইফোন ভিজে যাওয়ার পর প্রথমেই চার্জ দেওয়ার জায়গাটি নিচের দিকে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর আইফোনটি বাতাস চলাচল করে এমন জায়গায় প্রায় ৩০ মিনিট রাখতে হবে। মোটামুটি আইফোন শুকাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আর তাই এই সময়ের মধ্যে ইমার্জেন্সি অপশন চালু করে আইফোন চার্জ দেওয়া যেতে পারে।


You might also like!