Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Technology

2 weeks ago

Hero Xtreme 125R: দামে কম, লুকসে স্টাইলিশ—ভারতীয় রাস্তায় নামল Hero Xtreme 125R নতুন ভারিয়েন্ট!

Hero Xtreme 125R
Hero Xtreme 125R

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Hero MotoCorp আবারও বাজেট সেগমেন্টে চমক দিল। আজ ভারতে লঞ্চ হল Xtreme 125R-এর আপডেটেড মডেল, সঙ্গে বাজারে এলো একেবারে নতুন সিঙ্গল-সিট ভারিয়েন্ট। এক্স-শোরুম (দিল্লি) দাম রাখা হয়েছে ১ লাখ টাকা। প্রতিদ্বন্দ্বী হিসেবে এর সামনে রয়েছে TVS Raider 125, Honda CB 125 Hornet এবং Bajaj Pulsar N125। কোম্পানির দাবি, নতুন সিঙ্গল-সিট ভারিয়েন্ট রাইডারকে আরও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

Hero Xtreme 125R-এর দামের তুলনা:

হিরো এক্সট্রিম সিঙ্গল-সিট ভারিয়েন্টের দাম টপ-স্পেস স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের চেয়ে ২,০০০ টাকা কম রাখা হয়েছে। দামের নিরিখে এটি স্প্লিট-সিট IBS ভারিয়েন্ট ও স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের মধ্যে অবস্থান করবে। ভারতে বাইকটির স্প্লিট-সিট IBS ভারিয়েন্টের দাম পড়বে ৯৮,৪২৫ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আর ABS ভারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.০২ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টের ফিচার:

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টে শুধু সিটের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। এছাড়া বাইটির সব কিছু অন্য মডেলের মতো রাখা হয়েছে। তবে সিঙ্গল-সিটের কারণে বাইকের স্পোর্টি লুক কিছুটা কমে গেছে। যদিও শহরে ব্যবহার এবং আরামের জন্য এটা যথেষ্ট সুবিধাজনক হতে পারে।

Hero Xtreme 125R এর ইঞ্জিন ও পারফরম্যান্স:

Hero Xtreme 125R বাইকে আছে ১২৪.৭ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা নতুন Hero Glamour X 125 মডেলেও দেওয়া হয়েছে। এই এয়ার-কুলড ইঞ্জিন ৮,২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৫ এনএম টর্ক জেনারেট করে। এর সাথে পাঁচ-গিয়ার গিয়ারবক্স যুক্ত আছে।


You might also like!