Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

1 year ago

Airtel Netflix Plan: বড় সুখবর! গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে Netflix এর সাবস্ক্রিপশন দেবে Airtel

Airtel Netflix Plan
Airtel Netflix Plan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এয়ারটেল ব্যবহারকারীদের জন্য বড়সড় সুখবর। এবার সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তারজন্য বিশেষ একটি প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। ৮৪ দিনের ভ্যালিডিটির ওই প্ল্যানে থাকছে আনলিমিডেট কলিং, ডেটা ও SMS এর সুবিধা।

নয়া এই প্রিপেড প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১৪৯৯ টাকা। এই প্রথম কোনও একটি প্ল্যানের সঙ্গে সংস্থার তরফে Netflix প্ল্যান দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের শুধুমাত্র নেটফ্লিক্সের বেসিক প্ল্যানটি ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন 3GB করে 5G ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।

অন্যদিকে একই মূল্যের একটি প্ল্যান রয়েছে জিওর। ১৪৯৯টাকা মূল্যের ওই প্ল্যানে Netflix Basic, Jio Cinema, Jio TV সহ প্রতিদিন 3GB করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হয়।


You might also like!