Livelihood message

8 months ago

WBCS and WBPS exam: এই তিন ভাষাতেই দেওয়া যাবে WBCS, PSC পরীক্ষা! কি বার্তা মমতার?

WBCS and WBPS exam (Symbolic Picture)
WBCS and WBPS exam (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস পরীক্ষাগুলি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ডব্লিউবিসিএস এবং ডব্লিউপিএস এই দুটি পরীক্ষার ক্ষেত্রেই বাংলার পাশাপাশি এবার থেকে উর্দু এবং সাঁওতালি ভাষা দুটি সংযোজন করা হবে পরীক্ষার্থীদের সুবিধার্থে। বৃহস্পতিবার অর্থাৎ আজ নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উর্দু এবং সাঁওতালি ভাষার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষাও সংযোজন করা হল বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত বছর ১৬ ডিসেম্বর রাজ্যের ডব্লিউবিসিএস প্রিলিমিনারির পরীক্ষা হয়। বহু শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায়, উল্লেখ্য বর্তমান সময়ে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশিক্ষণের জন্য রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সরকারি বা বেসরকারি উদ্যোগে চলে প্রশিক্ষণ ক্লাস। আজকের সময় বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করার পরই একজন শিক্ষার্থী WBCS-এর জন্য প্রশিক্ষণ নিতে থাকেন। এই সকল পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষক মহল।

বিভিন্ন জেলার উৎসাহী শিক্ষার্থীরা কোচিং দেওয়া শুরু করেছে রাজ্যের বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষার শিক্ষাকেন্দ্রগুলিতে। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পেয়ে মূল স্রোতে এগিয়ে আসতে পারছেন৷ শেষ পর্যায়ে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জঙ্গলমহল সংলগ্ন অঞ্চলে প্রশাসনের উদ্যোগে ডব্লিউবিসিএস পরীক্ষার আবেদনকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জোরকদমে। এবার সাঁওতালি ভাষার মতো আঞ্চলিক ভাষা WBCS-এ অনুমোদিত হওয়ার পর আরও বড় অংশের শিক্ষার্থী সুযোগ পাবে বলে মনে করছেন শিক্ষামহল। এর সঙ্গে সঙ্গে চলতি বছরে কবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা, তার জন্যও অপেক্ষার শিক্ষার্থীরা।


You might also like!