Livelihood message

1 year ago

SSC CGL 2023: প্রকাশিত SSC CGL 2023-এর ফাইনাল Answer key!

SSC CGL 2023 Final Answer Key Released!
SSC CGL 2023 Final Answer Key Released!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার ফাইনাল অ্যানসার কি প্রকাশ করল কমিশন। কমিশনের ওয়েবসাইটে এই নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। দেখে নিন ডাউনলোডের পদ্ধতি। এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (SSC Combined Graduate Level) টায়ার টু ২০২৩ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি (Final Answer Key) প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ পাওয়া যাবে সেটি।

প্রার্থীরা সাইট থেকে অ্যানসার কি ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোডের সময়সীমা হল ১৬ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি। রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করতে হবে।

এর আগে অক্টোবর মাসে সম্ভাব্য অ্যানসার কি প্রকাশ করেছিল এসএসসি। সেখান প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। সেই সব চ্যালেঞ্জের ভিত্তিতে এসএসসি একবারে চূড়ান্ত অ্যানসার কি ও রেজাল্ট বের করল‌। 

You might also like!