Livelihood message

9 months ago

Recruitment in BECIL: ডেটা এন্ট্রি পদে নিয়োগ করবে BECIL, মাসিক বেতন ২৫ হাজারেরও বেশি

BECIL
BECIL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডা্ড অথোরিটি অফ ইন্ডিয়ায়। তিনটি পদে মোট ৬ জনকে নিয়োগ করা হবে। জেনে নিন বিস্তারিত তথ্য-

কোন পদে নিয়োগ-

ডেটা এন্ট্রি অপারেটর, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে কোনও শাখায় স্নাতন ডিগ্রি লাভ করতে হবে। পাশাপাশি মাইক্রোসফ ওয়ার্ড এবং এক্সেলে ভালো জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের জন্য বি-টেক অথবা BCA উত্তীর্ণ থাকতে হবে।

MTS পদের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বেতন-

ডেটা এন্ট্রি অপারেটররা প্রতিমাসে পাবেন ২৫ হাজার ৭৯২টাকা। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা পাবেন ৩৫ হাজার টাকা। এবং MTS পদের জন্য বেতন প্রতিমাসে ২১ হাজার ৬৩২ টাকা।

আবেদন কীভাবে?

www.becil.com এবং becilregistration.in ওয়েবসাইটের মাধ্যমে ওই পদের জন্য আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ-

২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।

বয়সসীমা-

প্রতিটি পদের জন্য আবেদনকারীদের সর্বনিম্ন বয়সসীমা থাকতে হবে ৪০ বছরের নিচে।


You might also like!