Livelihood message

8 months ago

NCLT 2024: NCLT-তে নিয়োগের বিজ্ঞপ্তি, সর্বাধিক মাসিক বেতন ২ লক্ষ ১৮ হাজার টাকা

NCLT 2024
NCLT 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালে নিয়োগের বিজ্ঞপ্তি। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, কীভাবে আবেদন, জেনে নিন বিশদে।

পদ

সেক্রেটারি পদের জন্য় নিয়োগ করবে NCLT

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে। ইনফরমেশন টেকনোলজি ও ই গভর্নেন্স, প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতেই হবে।

বেতন

এই পদে যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন হবে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা। সর্বাধিক বেতন হবে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা।

কীভাবে নিয়োগ

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর প্রিন্ট আউট নিতে হবে। নোটিফিকেশনে যেসব নথি চাওয়া হয়েছে, তার নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টে পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন

নোটিফিকেশন পাবলিশ হওয়ার ৬০ দিনের মধ্যে এই ফর্ম পাঠাতে হবে।

You might also like!