Life Style News

9 months ago

Gardening Tips: স্বপ্নের বাগান বানাতে চান? মাটিতে মেশান এই জিনিসটি

Gardening Tips (Symbolic Picture)
Gardening Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক মানুষই বাগান করতে ভালোবাসেন। তবে নিজের মনের মত বাগান বানাতে মাটির দিকে নজর দেওয়া আবশ্যিক। মাটি ভাল না থাকলে গাছ ভাল হবে না। সেক্ষেত্রে মাটির উর্বরতা বাড়াতে কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারেন। গাছের পাতা, ডাল বা অবশিষ্ট অংশ পচিয়ে হিউমাস তৈরি করতে পারেন। গাছের পরিচর্যায় অত্যন্ত উপকারী এই হিউমাস। এই উপাদান ফলন ভাল করতে সাহায্য করে। পাঠাবাহারেরও সৌন্দর্য বাড়ায়।

বালি, লাইম, কাদা, এবং চারকোল মেশাতে পারেন মাটিতে। এই সমস্ত উপাদানে প্রচুর পরিমানে মিনারেল আছে যা মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

You might also like!