Life Style News

8 months ago

Korean Beauty Tips: কোরিয়ান মহিলাদের মত জেল্লাদার ত্বক চান? রইল টিপস

Korean Lady (File Picture)
Korean Lady (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাবিশ্বে কোরিয়ান মহিলাদের ত্বক দেখে সকল মহিলাই কমবেশি ঈর্ষা বোধ করেন। আসুন আজ জেনে নেওয়া যাক কিভাবে কোরিয়ান পদ্ধতিতে ত্বকচর্চা করবেন? 

কোরিয়ার মেয়েদের রূপচর্চায় রাইস ওয়াটারের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কফিরও। এই পানীয়ের গুণে স্কিন হবে তরতাজা ফিরবে জেল্লা। ত্বকের শুষ্ক ও মরা কোষকে সরিয়ে ঝকঝকে উজ্জ্বল রূপ ফিরিয়ে আনতে কফি মাস্ক দিয়ে করুন এক্সফলিয়েট।

কোরিয়ান মাস্কের জন্য লাগবে একাধিক জিনিস

কোরিয়ান রূপের গোপন কথা লুকিয়ে এই উপাদানগুলিতেই। এক্সফোলিয়েট স্কিন মাস্কের মূল উপাদান হল কফি। এই কফি বিন বাড়িতে এনে পিষে নিলে সবথেকে ভালো রেজাল্ট মেলে। তা সম্ভব না হলে ইনস্ট্যান্ট কফি পাউডারেও কাজ চলবে। কফির অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যাফিন রুক্ষ শুষ্ক ত্বককে তরতাজা করে তোলে। মরা কোষ তুলে ফিরিয়ে আনে ত্বকের উজ্জ্বল কমপ্লেক্সশন।

ব্রাউন সুগার ও মধুর গুণে হবে কাজ

এই ফেস প্যাকে লাগলে ব্রাউন সুগার। ত্বকের মরা কোষ তুলতে স্ক্রাবারের কাজ করবে ব্রাউন সুগার। সঙ্গে ত্বককে মোলায়েম করে মধু। এছাড়া এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এলার্জি র‌্যাশের হাত থেকে বাঁচায়।

মিশিয়ে নিন এই তেলও

রুক্ষ শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাবে নারকেল তেল। সঙ্গে মেশাতে পারেন ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল।

এইভাবে তৈরি করে নিন কোরিয়ান এক্সফলিয়েট প্যাক

একটা পাত্রে দুই টেবিল চামচ কফি, এক টেবিল চামচ ব্রাউন সুগার, এক টেবিল চামচ নারকেল তেল ও এক টেবিল চামচ মধু নিন। এর সঙ্গে এক দু ফোঁটা এসেন্সিয়াল তেল দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিন।

এই নিয়মে মাখুন মুখে

প্রথমে ভালো করে জলে মুখ ধুয়ে শুকিয়ে নিতে হব। তারপর চোখের এলাকা বাদ দিয়ে গোটা মুখে মিশ্রণটা লাগিয়ে নিন। এরপর সার্কুলার মোশানে হালকা হাতে ম্যাসাজ করে নিন। এরপর ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেললেই দেখতে পাবেন ম্যাজিক।

You might also like!