Life Style News

1 year ago

Pedicure Tips: পায়ে পায়েই তো পুজোর গল্প, পেডিকিওর না করলে চলে? রইল ঘরোয়া টিপস

Pedicure Tips
Pedicure Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় ঘোরাঘুরি হবে প্রচুর, সঙ্গে গাড়ি থাকুক না থাকুক, বড় ঠাকুর দেখতে গেলে হাঁটা ছাড়া গতি নেই। শেষ মুহূর্তে মুখের মেকআপ ঠিক হয়েই যায়, শুধু যেটা বাদ পড়ে, পায়ের পরিচর্যা। পুজোর লুকে কিন্তু ওটাও খুব গুরুত্বপূর্ণ।

পুজোর আগে অফিসে ছুটি নেই, অতএব পদচর্চা যা করার, বাড়িতেই করা ভালো।

নিয়মিত পা ধুয়ে পায়ের ত্বক মসৃণ থাকবে। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই ভালোভাবে পা পরিষ্কার করা জরুরি। সম্ভব হলে অল্প গরম জলে পা ডুবিয়ে রাখুন। পা ডোবানোর আগে লিকুইড সাবান, বডি ওয়াশার কিংবা শ্যাম্পু মিশিয়ে নিন জলে। ২০ মিনিট পর স্বাভাবিক তাপমাত্রার জলে পা পরিষ্কার করে ফেলুন। অল্প গরম জলে পা ভিজিয়ে রাখলে সহজে ময়লা পরিষ্কার করা যায়, পায়ের শুষ্কতাও কমে আসে।

পেডিকিওর সেটের ব্রাশে তরল সাবান নিয়ে এর মাধ্যমে নখ পরিষ্কার করে নিতে পারেন। পায়ের নখে নেলপালিশ থাকলে তা দুই দিন পরপর উঠিয়ে ফেলা ভালো।

রাতে ঘুমানোর আগে পায়ের পাতায় বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এরপর ঘুমানোর আগে আর নামবেন না। সকালে পায়ের অনুভূতিটাই হবে সতেজ, বিশেষ করে গোড়ালিতে।

বাইরে যাওয়ার আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। রোদে বেরোনোর আগে ইচ্ছা হলে পায়ের ত্বকে সানস্ক্রিন মাখতে পারেন। বাইরে থাকলে পা হাইড্রেটেড রাখতে ওয়েট টিস্যুও ব্যবহার করতে পারেন। পায়ের ত্বক খুব সংবেদনশীল হলে পা-ঢাকা জুতা পরাই ভালো।


You might also like!