Life Style News

1 year ago

About love : প্রেমে নিয়ে নতুন উদ্যোগ নিল নিউজিল্যান্ড সরকার

About love
About love

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ"প্রেম" খুবই ছোট্ট একটি শব্দ। তবে এর গভীরতার পরিসর ব্যাপক। প্রেমে মিলন ও বিরহ একই সূত্রে গাঁথা।  মিলন যেমন সুখের আবহ তৈরী করে তেমন বিরহ আনে তীব্র দহন। যুগ বদলের সাথে সাথে প্রেমের পরিভাষাতেও বদল এসেছে। নতুন প্রজন্মের কাছে প্রেমের ক্ষেত্রে মিলন ও বিচ্ছেদ দুই ব্যাপক ভাবে ধরা পড়ছে। অনেক ক্ষেত্রেই প্রেমে বিচ্ছেদের প্রভাবে নতুন প্রজন্মের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটানোর একটা প্রবনতা দেখা যাচ্ছে।

তাই , এই নতুন প্রজন্মের তারুণদের প্রেমের প্রতি বিশ্বাস নিয়ে আসার নতুন আশ্বাস দিল নিউজিল্যান্ড সরকার। তবে, তার জন্য খরচ বোইধারিত হবে ৪ মিলিয়ন ডলার। তাই, সেই চিন্তাভাবনা নিয়েই নিউজিল্যান্ড সরকার এই প্রকল্পটির নামকরন করলেন  ‘লাভ বেটার’। তার সাথে সাথেই একটি আশ্চর্যজনক ব্যাপার ! এই প্রকল্পের খরচের পরিমান প্রায় আকাশছোঁয়া , আমাদের ভারতীয় মুদ্রায় সেটির মূল্য প্রায় ৩৩ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও নতুন চমক এই যে তরুনদের জন্যে কি বাবস্থা নেওয়া হছে এই প্রকল্পে ? 

যেসকল তরুণরা সম্পর্ক বিছিন্ন হওয়ার মানসিক আবসাদ কিংবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সে সকল তরুন দের কথা ভেবেই তাদের জীবনকে আবার নতুন করে মানসিক ভারসাম্ম্য ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া হই । এছাড়াও নতুন সম্পর্কের প্রতি বিশ্বাস নিয়ে আসার দ্বায়িত্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুধুমাত্র এই প্রকল্প তিন বছরের জন্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে অনেকরকম মজাদার টাস্ক ও রাখা হয়েছে বলে মনে করা হছে । এবং সেই মাধ্যমেই তাদের মানসিক ভারসাম্যের প্রতি বিশ্বাস আনা হবে । এই প্রকল্পে এটাই বোঝানো হছে যে সম্পর্ক শেষ হলেই জীবন শেষ হয়ে যায় না ।


You might also like!