Life Style News

1 year ago

Nail care : সুন্দর নখ পেতে হলে, যত্ন নিন এভাবে

Nail care
Nail care

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নখ হাতের সৌন্দর্য বৃদ্ধি করে এক অন্য মাত্রা এনে দেয়। বেশিরভাগ মেয়েরাই বড় নখ রাখতে পছন্দ করে। সুন্দর, লম্বা, স্বাস্থ্যবান নখ পেতে হলে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। নখ সবসময় ফাইলিং করে, নেল পলিশ পরলেই হবে না, নখ লম্বা,মজবুত এবং সুস্থ রাখার জন্য রইল টিপস।


• নখ মজবুত করতে হলে সবসময় সেগুলিকে হাইড্রেটেড রাখা উচিৎ। এর জন্য নখে অলিভ অয়েল লাগাতে পারেন। সারারাত নখে অলিভ ওয়েল লাগিয়ে রাখার অভ্যাস করুন। তাতে দু’দিনেই নখের জেল্লা ফিরে পাবেন।


• অনেকেরই নখ খাওয়ার অভ্যাস রয়েছে। যা স্বাস্থ্য এবং নখ দুয়ের জন্য ক্ষতিকর। দাঁত দিয়ে নখ কাটলে নখের স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব নখ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে ।


• অ্যাসিটোন দেওয়া নেইল রিমুভার ব্যবহার না করার চেষ্টা করুন । কারণ, এই ধরনের রিমুভার বেশি ব্যবহার করলে নখ ভেঙে যেতে পারে। নখের স্বাভাবিক জেল্লা হারিয়ে নখ শুষ্ক হয়ে যায়।


• ঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করতে পারেন। এতে নখ ভাল থাকে। এর ফলে নখে কম নোংরা হয় এবং নখের ক্ষতি কম হয়। নখের ভেজা ভাব বজায় থাকে। ল্যাটেক্স বা রবারের গ্লাভস ব্যবহার করতে পারেন, এতে কোন ক্ষতি হয় না।

You might also like!