Life Style News

10 months ago

Curd For Skin: টক দইয়ের সঙ্গে এই উপাদান মিশিয়ে লাগান কাচের মতো চকচক করবে ত্বক!

Skin Care (File Picture)
Skin Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চটজলদি জেল্লা বাড়াতে এই টোটকার জুড়ি মেলা ভার। টক দইয়ের ফেসপ্যাক ব্যবহার করুন যা ত্বকের জেল্লা বাড়াবে। কী ভাবে বানাবেন এবং কী উপকারই বা পাবেন এই ফেসপ্যাক থেকে? 

ত্বক ভালো রাখতে আপনি মুখে টক দই মাখতে পারেন। কারণ, এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বকের জেল্লা বাড়ায়। দইয়ের ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে, যা আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে দেয় এবং স্বাভাবিক ভাবেই অক্সিজেনের সরবরাহ বাড়ে। ল্যাকটিক অ্যাসিডের গুণে ত্বকের ক্লিনজিংও হয় দেখার মতো। এছাড়াও টক দই আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই শীতের স্কিনকেয়ার রুটিনে টক দই অবশ্যই ব্যবহার করা উচিত। টক দইয়ে ভিটামিন বি২ ও বি১২-এর খোঁজ মেলে। এই বি ভিটামিন আপনার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, চটজলদি জেল্লা পেতে টক দই ঠিক কী ভাবে ব্যবহার করা উচিত? সেক্ষেত্রে আপনার প্রয়োজন, ২ চামচ টক দই, ১ চামচ বেসন ও সামান্য পরিমাণে হলুদ। একটি পাত্রে এই ২ উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করুন একটি ঘন মিশ্রণ। এবার এই মিশ্রণ আপনার মুখে লাগিয়ে নিন। ফেসপ্যাক মুখে লাগানোর পরে অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ দিন এই ফেসপ্যাক লাগালেই মিলবে উপকার। 

You might also like!