দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকের যত্ন নেওয়া যেমন জ্রুরি, পাশাপাশি কেশের যত্ন নেওয়াটাও প্রয়োজনীয়। কারণ, ত্বক এবং কেশ আমাদের সৌন্দর্যের প্রতিক। ত্বকের যত্নের মতো কেশের যত্ন নিন, মেনে চলুন কয়েকটি ঘরোয়া পদ্ধতি। বাজারজাত বিভিন্ন কন্ডিশনার ব্যবহার করলে রাসায়নিকের ভয় থাকে, অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও থাকে তাই প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপাদানের সমন্বয়ে তৈরি করে নিন ন্যাচরাল কন্ডিশনার। এটি ব্যবহারে আপনি চুলের ১০০ শতাংশ ইতিবাচক ফলাফল পাবেন।
জেনে নিন কীভাবে তৈরি করবেন ন্যাচরাল কন্ডিশনারঃ
১) কলার কন্ডিশনারঃ একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে। ১৫ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন। তাহলেই টের পাবেন উপকার।
২) ভিনিগার ও ডিমের কন্ডিশনারঃ দুই কিংবা তিনটে ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার, ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তার পর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এতে চুল তো মসৃণ হয়ই হেয়ার ফলও বন্ধ হয়।
৩) নারকেল ও মধুর কন্ডিশনারঃ এক টেবিল চামচ নারকেলের তেল নিয়ে তাতে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ দই, ১ চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তার পর শ্যাম্পু করা চুলে দিয়ে ১০-১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন। নারকেলের তেল চুলের গোড়া ভালো রাখে।
৪) দইয়ের কন্ডিশনারঃ বাটিতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন। তাতে ছয় টেবিল চামচ দই মেশান। ১৫ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে খুব ভালো।