Life Style News

1 year ago

Pet Care in Summer: তিব্র গরমের হাত থেকে আপনার চারপেয়ে বন্ধুটিকে সুরক্ষিত রাখবেন কিভাবে?

Pet Dog (Symbolic Picture)
Pet Dog (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই গরমে মানুষের প্রাণই ওষ্ঠাগত। তো আপনার বাড়ির চারপেয়ে বন্ধুটির কথা একবার ভাবুন। গরম বাড়লে কষ্ট পায় সাধের চারপেয়েরাও। গরমে সারা ক্ষণ শুধু শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে চায় তারা। এর ফলে সাময়িক আরাম মিললেও তা শরীরের কষ্ট দূর করতে পারে না। দিনের বেশির ভাগ সময়ে এসিতে থাকার ফলে শরীর জলশূন্য হয়ে যায়। মানুষের মতো পোষ্যদেরও শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এই সময়ে তাদের সুস্থ রাখতে কী কী মেনে চলা উচিত?

১) পোষ্যকে ভাল করে স্নান করাতে হবে নিয়মিত। প্রয়োজনে দিনে একাধিক বার স্নান করানো যেতে পারে। কুকুরকে স্নান করানোর সময়ে স্নানের জলে মিশিয়ে দিতে পারেন অল্প বরফের টুকরোও।

২) শরীরের লোম বড় থাকলে গরম বেশি লাগবে, এই ধারণা ঠিক নয়। বরং এই লোমই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে তা যেন খুব বেশি বেড়ে না যায়, তা-ও খেয়াল রাখতে হবে। পাশাপাশি, পোষ্যের থাকার জায়গাটিতে যেন হাওয়া চলাচলের যথেষ্ট সুযোগ থাকে। গরমের দিনে ভেজা তোয়ালের উপরেও শুতে দিতে পারেন কুকুরকে।

৩)গরমে পোষ্যের খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দিতে হবে। যে সব ফলে জল বেশি, তা বেশি করে খেতে দিন। তরমুজ, আপেলের মতো ফল খাওয়ান।

এই বিশেষ দিকগুলি খেয়াল করে মেনে চললেই গরমের হাত থেকে সুরক্ষিত থাকবে আপনার সারমেয়টি। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শই চূড়ান্ত। 

You might also like!