Life Style News

1 year ago

Mole Removal Tips: অবাঞ্ছিত তিল-আঁচিল আপনার সৌন্দর্য্য কে নষ্ট করছে? রেহাই পেতে রইল ঘরোয়া এই উপাচার

Home Remedy for Mole Removal
Home Remedy for Mole Removal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাঁদের দাগ তাকে সুন্দর করে, কিন্তু আপনার মুখের অবাঞ্ছিত দাগ আপনাকে লজ্জায় খেলছে কী? অনেকের ই মুখে লাল বা কালো তিল বা ছোট বড় আঁচিল দেখতে পাওয়া যায়, যা তাদের লজ্জার কারন হয়ে দাড়ায়, অনেক ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসেও প্রভাদ ফেলে এই দাগ। বর্তমানে না না রকম কেমিক্যাল ট্রিটমেন্টের দ্বারা তা নির্মূল করা সম্ভব হলে ও এমন ট্রিটমেন্ট একে বারেই সুরক্ষিত নয় , সাথে তা যথেষ্ট খরচ সাপেক্ষ একটি ব্যাপার, যা সকলের নাগালের মধ্যে না। 

তবে অবাঞ্ছিত তিল-আঁচিল থেকে বাঁচতে সহজ কিছু উপাচারে এর থেকে মুক্তি পেতে পারেন। 

* আপনার মুখের যে অংশে তিল কিংবা আঁচিল রয়েছে সেখানে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। একটা তুলো নিন। আর তার মধ্যে অল্প করে আপেল সিডার ভিনেগার ঢেলে আঁচিলের উপর লাগিয়ে ঘন্টাখানেক মত রেখে দিন। প্রতিদিন ২-৩ বার এই পদ্ধতি যদি অনুসরণ করতে পারেন তবে খুব তাড়াতাড়ি আপনার মুখ থেকে অপ্রয়োজনীয় তিল এবং আঁচিল বিদায় নেবে। 

* কলার খোসা ও এ সমস্যার সমাধান করতে পারে। খোসার ভেতরের দিকে যে অংশটি রয়েছে সেটা তিল বা আঁচিলের উপরে ঘষুন প্রতিদিন অন্ততপক্ষে দুবার করে। আর কলার খোসার পেস্ট বানিয়ে সারারাত আঁচিলের উপর লাগিয়ে রেখে দিন। কয়েক সপ্তাহ টানা এটি করতে থাকলে দেখতে পাবেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আপনার আঁচিল এবং তিল।  

* তিল বা আঁচিলের উপর রসুনের পেস্টটি লাগাতে পারেন। সারারাত যদি লাগিয়ে রাখতে পারেন তা অত্যন্ত উপকারী । সকালে ধুয়ে ফেলুন। এইভাবে পরপর তিন চার সপ্তাহ যদি করে যেতে পারেন তবে অবশ্যই ফল মিলবে। 

*তিল বা আঁচিল সারাতে আলু ও ভাল কাজ দেয়। একটা গোটা আলুকে কেটে দু টুকরো করুন। আর তারপর মিনিট পাঁচেক ধরে তিল বা আঁচিলের ওই অংশে ঘষতে থাকুন। যদি সরাসরি মুখে আলু না ঘষতে ইচ্ছুক হন তবে একটা সুতির কাপড়ের মধ্যে ওই আলুটি রেখে যেখানে তিল বা আঁচিল রয়েছে সেখানে চেপে ধরতে পারেন। দিনে অন্ততপক্ষে দুবার করতে থাকুন এই কাজটি। ধীরে ধীরে রেজাল্ট দেখতে পাবেন নিজের চোখেই। 

*অ্যালোভেরা জেল ও ভাল কাজ দেয় এই সমস্যায়।  মুখের যে অংশে তিল বা আঁচিল রয়েছে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। আর তার উপর একটি সুতির কাপড় ঢেকে দিন। শুকিয়ে গেলে ধীরে ধীরে সেটিকে টেনে তুলে দিন দিনে দুবার এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন দুই সপ্তাহের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন নজরে আসবে আপনার।

You might also like!