Life Style News

1 year ago

Eye Care during Holi:সাবধান! চোখ বাঁচিয়ে খেলুন দোলের রঙ

Holi
Holi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রং খেলতে মজা লাগে ঠিকই কিন্তু তার সঙ্গে একটা ভয়ও থাকে। এই বুঝি রং চোখে চলে গেল! আর সেক্ষেত্রে হতে পারে মারাত্মক বিপদ! তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে রঙ খেলুন। দোল খেলতে গিয়ে হঠাৎ করে চোখে রং ঢুকলে কি করবেন তা জেনে রাখুন 

প্রথমত, ক্যামিকাল যুক্ত রঙের বদলে প্রাকৃতিক উপায়ে তৈরি রং দিয়ে দোল খেলুন। তাতে বিপদের ঝুঁকি অনেকটাই কম থাকে।

দ্বিতীয়ত, চোখে রং ঢুকলে হাত দিয়ে ঘষাঘষি না করে চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। অনেকক্ষণ ধরে চোখে জলের ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করে নিন।

তৃতীয়ত, রং খেলার সময় চোখে প্রোটেক্টিভ গ্লাস পরে নিতে পারেন। কন্ট্যাক্ট লেন্স পরে কিন্তু রং খেলা একেবারেই চলবে না। প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে পারেন।

অবশ্যই মনে রাখবেন রং খেলার সময় কারো চোখের দিকে তাক করে রঙ ছুড়বেন না সেক্ষেত্রে চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। রং খেলার পরে যদি চোখ খুব জ্বালা করে, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ।

You might also like!