Life Style News

8 months ago

Bengali Bridal Look: বিয়ের দিন সাজতে বসে এই চার ভুল ভুলেও করবেন না!

Bengali Bridal Look (File Picture)
Bengali Bridal Look (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিয়ের সময়ে সাজ নিয়ে প্রত্যেক মহিলার মধ্য়েই নানারকম আশা ও স্বপ্ন থাকে। তাই এই সময়ে সাজে যেন কোনও ভুল-ত্রুটি না থেকে যায়, সেদিকেও লক্ষ্য রাখেন তাঁরা। তবু কোনও কোনও ছোট ভুলে ব্রাইডাল লুকটি যেন খারাপ হয়ে যায়। আপনার ক্ষেত্রেও কি বিষয়টি তাই? তাহলে আর দেরি না করে জেনে নিন এই বিষয়ে বিস্তারিত।

অতিরিক্ত গয়না নয়

বিয়ের কনে মানেই যে তাঁকে প্রচুর পরিমাণে গয়না পরতে হবে বা গলায় হারের লেয়ার বানাতে হবে, এমন কিন্তু নয়। বরং খুব অল্প গয়নায় সেজে উঠেও তাক লাগানো সম্ভব! এক্ষেত্রে গলায় একটি চোকার নেকলেস পরুন। তারপর আরও একটি হার পরুন এবং শেষে সীতাহার দিয়ে স্টাইলিং শেষ করুন। এদিকে ঝুমকো কানের দুল আর মাথাপট্টি পরতে ভুলবেন না যেন! তাতেই যে আপনাকে সুন্দর দেখতে লাগবে, সেকথা তো বলাই বাহুল্য!

ব্যাকডেটেড অ্যাকসেসরিজ নয়

এক সময় কনেরা মাথায় সোনার বা সোনালি মুকুট পরতেন। কিন্তু বর্তমান ব্রাইডাল লুকের ট্রেন্ডে এর কোনও স্থান নেই। বরং আজকাল অধিকাংশ কনেই সাবেকিয়ানার ছোঁয়া ধরে রাখতে শোলার মুকুট পরছেন। তাই আপনিও এই ট্রেন্ডে গা ভাসাতে পারেন।

কয়েক বছর আগে লাল বেনারসির সঙ্গে সোনালি ভেইল স্টাইল করার চল ছিল, তাতে দেখতে লাগতও বেশ! কিন্তু এখন সময় পাল্টেছে, পাল্টেছে ফ্য়াশনও। তাই তো এখন এমন যুগলবন্দি আউট অফ ফ্য়াশন হয়ে গিয়েছে। পরিবর্তে অধিকাংশই লাল বেনারসির সঙ্গে লাল ওড়না নয়তো গোলাপি শাড়ির সঙ্গে সেই রঙের ভেইলই পরছেন। তাই আপনাকেও এই বিষয়টি নজরে রাখতে হবে।

মিস করবেন না যেগুলি

বিয়ের দিন অধিকাংশ কনেই আটপৌরে ধাঁচে শাড়ি পরেন, তাই এই সময়ে কোমরবন্ধনী পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটি কখনও মিস করবেন না। এতে আপনার ফিগারও কমপ্লিমেন্ট পাবে আর সাজটি সম্পূর্ণ দেখতে লাগবে।

একই সঙ্গে হাতে একটি মানানসই ব্যাগ রাখতে ভুলবেন না। কারণ এই ব্যাগ যেমন আপনার লুককেও কমপ্লিমেন্ট দেবে, আবার প্রয়োজনীয় সামগ্রীও রাখতেও কাজে আসবে।


You might also like!