Life Style News

10 months ago

Phone Hack; ট্রেনে ফোন চার্জ দিচ্ছেন? হ্যাকিংয়ের সম্ভাবনা এড়াতে মেনে চলুন টিপস

Charging the phone on the train? Follow these tips to avoid the possibility of hacking
Charging the phone on the train? Follow these tips to avoid the possibility of hacking

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক সময়ই আমরা নিজেদের প্রয়োজনে ট্রেনে আমাদের নিজেদের মোবাইল চার্জে দিয়ে থাকি। তবে এর ফলে আপনার মোবাইল ফোন কি হ্যাক হতে পারে? এই বিপদ থেকে বাঁচতে হলে কি করণীয়? 

পাবলিক চার্জিং এড়িয়ে চলুন

বাড়ি থেকে বেরোনোর আগে ফোন বা ডিভাইস চার্জ করে নিন। হাতে সময় কম থাকলে গন্তব্যে পৌছনোর আগে পর্যন্ত সেই ডিভাইস যাতে চালু থাকে ততটা চার্জ করে নিন। পাশাপাশি পাবলিক স্টেশনে চার্জে বসানোর সময় যদি ফোনে সতর্কতামূলক কোনও নোটিফিকেশন আসে, তাহলে চার্জিং এড়িয়ে চলায় উচিত।

প্রাইভেসি কেবিলের ব্যবহার

ফোন সুরক্ষিত রাখতে প্রাইভেসি কেবিল দিয়ে চার্জ করতে পারেন। এতে একটি নির্দিষ্ট বাটন থাকে। যার মাধ্যমে ডেটা ট্রান্সফার বন্ধ করতে পারবেন। ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা তা বোঝার জন্য একটি LED লাইটও থাকে। পাবলিক চার্জিং স্টেশনে এই ভাবে নিজের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে পারবেন।

You might also like!