kolkata

4 months ago

Dilip Ghosh:কলকাতার তৃণমূলের গড় ভাঙবো, শেষ দফাতে তৃণমূলের কেল্লাতে ধস নামবে : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুর্গাপুর  : "তৃণমূল যতই হারবে, ততই হিংসা, পুলিশের অত্যাচার বাড়বে। কিন্তু মানুষ মন ঠিক করে নিয়েছে, তারা ঠিক জায়গায় ভোট দেবে। সেটাই তৃণমূলের ভয়। তৃণমূলের কেল্লাতেও ধস নামবে।" শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় হিংসার ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে এভাবেই বিঁধলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন," আগেই বলেছিলাম, নির্বাচন যতই এগোবে, তৃণমূল যতই হারবে ততই হিংসা, পুলিশি অত্যাচার বাড়বে। সেগুলোই দেখা যাচ্ছে। কিন্তু মানুষ মন ঠিক করে নিয়েছে। তারা ঠিক জায়গায় ভোট দেবেন। সেটাই তৃণমূলের ভয়। তাই তারা শেষ দফায় আশপাশের এলাকা বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছে।"

তিনি বলেন," সাধারন মানুষ এবারে পরিবর্তনের জন্য ভোট দেবেন। তৃণমূলের অনেক গড় ভেঙে দিয়েছি। কোলকাতার গড়ও ভাঙবো। তৃণমূলের কেল্লাতে ধস নামবে। " চলতি লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ওপেন এআই নামে ইসরাইলের সংস্থার মাধ্যমে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের অভিযোগ ওঠে। সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন," অনেক কিছু চক্রান্ত হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কিন্তু সব বেকার যাবে। আগের ফেজ গুলো মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা রাষ্ট্রবাদের পক্ষে। মোদিজীর পক্ষে আছে।" নির্বাচন প্রচার সেরে কণ্যাকুমারীতে নরেন্দ্র মোদি ধ্যানে বসায় বিরোধীরা মেরুকরনে সওয়াল করেছে। এমনকি নির্বাচন কমিশনেও নালিশ করেছে। যদিও বিরোধীদের পাল্টা জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন," মোদিজী পরটা, ঢোকলা খেলেও নালিশ করা হয়। বাংলায় এসে এখানকার খাবার খেলেও নালিশ করা হয়। সব ব্যাপারে যদি নালিশ করবেন, তাহলে রাজনীতি করবেন কখন?" তিনি বলেন," সব সময় কমিশন, আদালত লড়াইয়ের জায়গা নয়। সাধারন মানুষ যেখানে থাকে সেই সমাজ লড়াইয়ের জায়গা। সেখানে লড়াই করা উচিত। সেই লড়াই তৃণমূলের শেষ হয়ে গেছে।মোদিজী সেই লড়াইয়ে জিতে গেছে।"

তিনি আরও বলেন," কণ্যাকুমারীতে বিবেকানন্দ আড়াইদিন ধ্যান করেছিল। সেটা ভারতবর্ষের গৌরব। আমাদের কাছে স্বাভিমানের প্রতিক। মোদিজী ৩-৪ মাস প্রচার করার পর শক্তি সঞ্চয় ও তপস্যার জন্য গেছেন। তাতেও বিরোধীদের কষ্ট হচ্ছে। তারা কখনও সেখানে যান না। ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না।" তিনি বলেন," এই নির্বাচনে বিরোধীদের শক্তি পরীক্ষা করার সুযোগ থাকবে না। অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে।" জেলযাত্রার পর কেজরিওয়াল বলেছেন, শরীরের ওজন বাড়ছে না।" তাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন," যখন স্থায়ীভাবে জেলে থাকবেন, তখন ওজন বাড়বে। তিহার জেলে খুব ভালো ব্যাবস্থা আছে। ভালো ট্রিটমেন্ট ম্যাসাজ সব রকম ব্যাবস্থা আছে। সব সুযোগ পাবেন। ভোট হয়ে গেলে আবারও ভেতরে যেতে হবে। অপেক্ষা করুন লম্বা সময় ধরে পাবেন।" তৃণমূলের দাবী, এবারে অভিষেক ব্যানার্জী হ্যাট্রিক করবেন।

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন," অনেকে জিতে আছেন। ৪ জুনের পর সব জায়গায় বিজেপি জিতবে। অভিষেক ব্যানার্জী দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন দম থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না কেন? তার পাল্টা চ্যালেঞ্জে ছুঁড়ে দিলীপ ঘোষ বলেন," যার দম আছে, পশ্চিমবঙ্গের যেকোন জায়গায় জিততে পারে। যার দম নেই 'গলি কা কুত্তা'। 'আপনে ঘর'মে কুত্তা ভি শের'। দম থাকলে বেরিয়ে এসে লড়ুক। কোলকাতায় বর্ধমানে দাঁড়ালেন না কেন?" তিনি আরও বলেন," একবার ওনার পিসিমনি গিয়েছিলেন। মেদনীপুরের লোক নাক-কান কেটে দিয়েছে। বাংলার বাইরে কোথাও পা রাখতে পারেন না। হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলার বাইরে কোথায় সাংসদ, বিধায়ক পঞ্চাায়েত জিততে পারেননি। ত্রিপুরায় একটা কাউন্সিলার জিতেছিল, সেটাও বিজেপিতে যোগ দিয়েছে।" শেষ দফায় তৃণমূলের নবীন ও প্রবীনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন," শেষ দফার পর সব দফা-রফা হয়ে যাবে। ৪ জুনের পর দেখা যাবে দ্বন্দ্ব কাকে বলে। তখন ভাঙা-গড়া শুরু হবে।" বিভিন্ন সভা থেকে মমতা ব্যানার্জী গ্রেফতার আশঙ্কা প্রকাশ করেছেন। সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন," মনের মধ্যে যদি পাপ থাকে, তাহলে ভয় তো হবেই।" দিল্লী ও শিলিগুড়ি জলসঙ্কট চরমে। শুক্রবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন," পাকিস্তানে দেখতাম আটার গাড়ীতে উঠে পড়েছে মানুষ। আর দিল্লীতে জলের গাড়ীতে উঠে পড়ছে মানুষ। যেখানে ইন্ডি জোটের সরকার, সেখানে খাবার জল নেই।"

You might also like!