kolkata

4 months ago

Calcutta High Court:হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ!মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয় কেন?

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সাধু ও আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তাঁদের উপর আক্রমণ বাড়বে। এই আশঙ্কা প্রকাশ করে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছ বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে হবে শুনানি।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। দ্রুত মামলার শুনানির আর্জিও জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় কনভেনার অমিয় সরকারের অভিযোগ,  ভারত সেবাশ্রমে মহারাজদের ও সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের জেরে বিভিন্ন জায়গায় সাধু-সন্ন্যাসীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এর ফলে বাংলার সাধু সন্ন্যাসীরা বিপন্ন। তাঁর প্রশ্ন, "এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয় কেন?"

প্রসঙ্গত, সম্প্রতি আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে একাংশ সাধু-সন্ন্যাসীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের কার্তিক মহারাজের নামোল্লেখ করে মমতাও এও বলেছিলেন, "কিছু সাধু সন্ন্যাসী পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন।"

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য ঘিরে তীব্র শোরগোল হয়। পরের দিন বিষ্ণুপুরের সভা থেকে মমতা অবশ্য বলেন, "ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনকে আমি শ্রদ্ধা করি। আমি নির্দিষ্ট করে কার্তিক মহারাজের কথা বলেছি।"


You might also like!