kolkata

2 months ago

Raiganj By Election 2024: রায়গঞ্জে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ, মানিকতলা এবং রানাঘাটেও শাসকের দাপট

Trinamool's Krishna, Maniktala and Ranaghat are ahead in Raiganj
Trinamool's Krishna, Maniktala and Ranaghat are ahead in Raiganj

 

কলকাতা, ১৩ জুলাই : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গত বুধবার। শনিবার ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। গণনার শুরুতে রায়গঞ্জে এগিয়ে গিয়েছে তৃণমূল। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান তিন হাজারের বেশি। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮,৬৫৫টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫,১৭১টি ভোট।

প্রাথমিক ভাবে গণনার শুরুতে মানিকতলায় অনেকটা এগিয়ে তৃণমূল। সুপ্তি পাণ্ডে পেয়েছেন তিন হাজারের বেশি ভোট। বিজেপির কল্যাণ চৌবে পেয়েছেন ৯০০-র বেশি ভোট। সিপিএম প্রার্থীর খাতায় রয়েছে ৩০০-র বেশি ভোট। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী এগিয়ে রয়েছেন। পিছিয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস।

মানিকতলায় প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছে তৃণমূল। এছাড়া, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে এবং সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার। বাগদায় তৃণমূল প্রার্থী করেছে বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে। এছাড়া, ওই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন মতুয়া সম্প্রদায়ের নেতা বিনয়কুমার বিশ্বাস। বাগদায় বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস।

রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে। বিজেপির হয়ে ওই কেন্দ্রে লড়েছেন মনোজকুমার বিশ্বাস। এছাড়া, রানাঘাট দক্ষিণে উপনির্বাচনে সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি ওই কেন্দ্রে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে।

You might also like!