kolkata

2 months ago

Mamata Banerjee:তেলাপিয়া মাছ চাষের নির্দেশ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অগ্নিমূল্য বাজারদর। সবজি, মাছ–মাংস কোনও কিছুতেই হাত ছোঁয়ানো যাচ্ছেনা বলে অভিযোগ আমজনতার। পেট চালাতে কার্যত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সেই প্রেক্ষিতে মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দামি মাছ মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মমতা।

বৈঠকে তেলাপিয়া মাছের প্রসঙ্গ তোলেন মমতা। উপস্থিত আধিকারিকদের কাছে জানতে চান, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার বা এই জাতীয় কোনও রোগের সম্ভাবনা তৈরি হয় কিনা। এর উত্তরে এক আধিকারিক জানান, 'না, টেস্ট করে সেরকম কিছু পাওয়া যায়নি।' সেটা শুনেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, 'এটা কেউ রটাচ্ছে।' মুখ্যমন্ত্রীকে ওই আধিকারিক এটাও জানান যে, তেলাপিয়া যে জলে হয়, সেখানে অন্য মাছ হতে চায় না। তাই শুনে মুখ্যমন্ত্রী বলেন, না হোক, কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয়, মানুষের খেয়ে পেট ভরে। উৎপাদনও বাড়ে। এরপরই জনগণকে বরাভয় দিয়ে মমতা বলেন, নির্ভয়ে তেলাপিয়া মাছ খান। এই মাছ খেলে ক্যান্সার হয় না।

You might also like!