kolkata

1 month ago

Firhad Hakim: “এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা”, নবান্ন অভিযানের ডাক নিয়ে মন্তব্য ফিরহাদের

Firhad Hakim
Firhad Hakim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ''প্রশাসন কী করেছে যে ভয় পাবে? এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা।'' মঙ্গলবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তবে মেয়র ফিরহাদ হাকিম মনে করছেন এগুলি সবই রাজনীতি চলছে। তাই এমনই মন্তব্য করেছেন তিনি।

তাঁর স্পষ্ট কথা, আন্দোলনে নামানোর জন্য শুধু উস্কানি দেওয়া হচ্ছে। এখন আর বিষয়টি শুধু আন্দোলন নেই, প্রতিযোগিতা হয়ে গেছে। আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করে ফিরহাদ বলেন, যা ঘটেছে তা ন্যক্কারজনক। কড়া শাস্তির দাবি সকলে করছে, তাঁরাও চান জাস্টিস। ফিরহাদের আশা, বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে, খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাবে।

তাঁর কথায়, ''আমি মনে করি বিচার হবেই। শুধু সিবিআইকে অনুরোধ করব তাড়াতাড়ি তদন্ত করতে। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করছি।'' তবে এই ঘটনা যে শুধু কলকাতা বা বাংলার চিন্তা বাড়িয়েছে তা তিনি মনে করেন না। মেয়রের বক্তব্য, গোটা ভারতবর্ষে এই জিনিস ঘটছে। বিভিন্ন জায়গা থেকে ধর্ষণের খবর আসছে প্রতিদিন। সারা ভারতবর্ষ জুড়ে হিংসা এবং ঘৃণার রাজনীতি বাড়ছে। উগ্রতা দিয়ে সমাজে পরিবর্তন আসে না। সমাজ পরিবর্তন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। এমনই মত তাঁর।

You might also like!