kolkata

3 days ago

SIR: এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে বৃহস্পতিবার

SIR first phase
SIR first phase

 

কলকাতা, ১১ ডিসেম্বর : বৃহস্পতিবার বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এনুমারেশন ফর্ম পূরণের কাজ। বুথ লেভেল অফিসার (বিএলও)-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং সংগ্রহ করেছেন। অনলাইনেও ওই ফর্ম পূরণের কাজ চলছিল। কমিশন সূত্রে খবর, বুধবার দুপুর পর্যন্ত ৭ কোটি ৬৬ লক্ষ ৩১ হাজার ৯৩৪টি ফর্ম বিলি হয়েছে। তার মধ্যে ৭ কোটি ৬৫ লক্ষ ৩১ হাজার ২৭৮টি ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। এখনও পর্যন্ত ৫৫৯৫টি ফর্ম বিলি করা যায়নি। আজকে শেষ দিন। আসন্ন খসড়া তালিকায় নাম তুলতে হলে এদিন রাত ১২টার মধ্যে ফর্ম জমা দিতে হবে।

You might also like!