kolkata

5 days ago

Weather forecast of bengal: বর্ষাকালে দেখা নেই বৃষ্টির, ঘর্মাক্ত গরমে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

South Bengal, including Calcutta, suffers from no rain during the monsoon season
South Bengal, including Calcutta, suffers from no rain during the monsoon season

 

কলকাতা, ২৭ জুন: নামেই বর্ষাকাল, অথচ বৃষ্টির দেখা নেই। উল্টে ঘর্মাক্ত গরমে নাজেহাল অবস্থা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেভাবে বৃষ্টি হচ্ছে না। আর্দ্রতাজনিত অস্বস্তি কাহিল করে ছাড়ছে জেলা তথা শহরবাসীকে। বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে যেখানে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি থেকে বিরাম নেই এখনও। ফের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ৩০ জুন অবধি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

You might also like!