kolkata

3 weeks ago

Suvendu Adhikari: আর জি কর কান্ডে শুভেন্দু অধিকারীর তীব্র প্রতিক্রিয়া

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম মন্ডল ১-এর বর্ধিত সভায় অংশগ্রহণ করে আর জি কর ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি আর জি কর হাসপাতালের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, "আর জি করে ডাক্তারি বোনকে সরকারি ভাবে হত্যা করা হয়েছে।" এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বিজেপির মহিলা কর্মীরা তার হাতে কালো রাখি বাঁধেন, যার মাধ্যমে তারা এই ঘটনায় তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, "এইবারের রাখির রঙ কালো হওয়া উচিৎ, কারণ আর জি করের ঘটনা আমাদের জন্য একটি কালো দিন।"

তৃণমূল নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ সাতজনকে আর জি কর কান্ডে লালবাজারে তলব করা হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু বলেন, "রাতের ভাঙচুরের ঘটনায় যে তৃণমূল নেতারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, "আমি সম্প্রতি কলকাতা পুলিশের এক কনস্টবলকে নিয়ে একটি পোস্ট করেছি কারণ তিনি একটি সৎ এবং দায়িত্ববান অফিসার। তার কাজকে সম্মান জানিয়ে আমি এই পোস্ট করেছি।"

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে শুভেন্দু কতঅধিকারী বলেন, "সাত তাড়াতাড়ি সন্দীপ ঘোষকে অন্য দায়িত্বে স্থানান্তরিত করা হয়েছে। মানুষ ভুল বুঝছেন আমাদের। তৃণমূল নেতারা তাদের ভাবমূর্তি রক্ষা করতে চাইছেন।" এছাড়া তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এইভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, আর জি কর ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান স্পষ্ট করেন।

You might also like!