kolkata

2 months ago

Doctors' Hunger Strike: অসুস্থ একাধিক ডাক্তার, তবুও ধর্মতলা ও শিলিগুড়িতে চলছে আমরণ অনশন

Several doctors are sick, yet the hunger strike is going on in Dharmatala and Siliguri
Several doctors are sick, yet the hunger strike is going on in Dharmatala and Siliguri

 

কলকাতা, ১৫ অক্টোবর : আমরণ অনশন-এ বসে থাকা একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে তনয়া পাঁজাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। উত্তরবঙ্গেও সৌভিক বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আবার ফেরানো হয় উত্তরবঙ্গের অনশনমঞ্চে। এখনও পর্যন্ত মোট পাঁচ জন জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি (কলকাতায় চার জন, উত্তরবঙ্গে এক জন)।

ধর্মতলা ও শিলিগুড়ি মিলিয়ে মোট সাত জন জুনিয়র ডাক্তার এখনও ‘আমরণ অনশন’-এ। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’ কর্মসূচির একাদশতম দিন। ১০ দফা দাবিতে এখনও অনড় তাঁরা। দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন ডাক্তাররা।

You might also like!