দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহালয়ার আগেই, আগামীকাল ১৪ সেপ্টেম্বর কলকাতায় আসছেন তিনি। সফরের পরদিন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর একটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রওনা দেবেন বিহারের উদ্দেশে। শনিবার মণিপুর সফরে ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন তিনি। জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি। সেখানে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী। পরের দিন অর্থাৎ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১ টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে বিহারে যাবেন তিনি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। থাকবেন তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান সহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। এই কনফারেন্সে সেনাবাহিনীর ভবিষ্যৎ কৌশল ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।