kolkata

3 months ago

whatsapp chatbot by panchayat:উন্নত পরিষেবার লক্ষ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু পঞ্চায়েত দফতরের

whatsapp chatbot by panchayat
whatsapp chatbot by panchayat

 

কলকাতা, ১৪ জুন : গ্রামাঞ্চলের মানুষকে উন্নত পরিষেবা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত নানা প্রকল্প হাতে নিয়েছে রাজ্য। এরই অঙ্গ হিসেবে রাজ্যের পঞ্চায়েত দফতর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করল। এই চ্যাটবট থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নানা সরকারি পরিষেবা ঘরে বসেই পাবেন। সেখান থেকে পঞ্চায়েত দফতরের কর্মীদের জন্যও একাধিক সুবিধা মিলবে বলে পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ চ্যাট বটের নম্বর ৬২৯১২৬৫৮৫৪।

জানা গেছে, বাড়ি তৈরির অনুমোদন সংক্রান্ত শংসাপত্র, বাণিজ্যিক বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট পুনর্নবীকরণের অ্যালার্ট, পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও তার নিষ্পত্তির তথ্য, পঞ্চায়েত দফতরের অতিথিশালা বুক করা-সহ হোয়াটসঅ্যাপ চ্যাটবটে একাধিক পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।

এই চ্যাটবট থেকে পঞ্চায়েত কর্মীরাও অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ, পে স্লিপ, বার্ষিক বেতন সংক্রান্ত তথ্য ইত্যাদি। স্মার্ট পঞ্চায়েতের নানা দিক নিয়ে আলোচনা করতে ধনধান্য অডিটোরিয়ামে শুক্রবার এক সম্মেলনের আয়োজন করা হয়।


You might also like!