kolkata

2 months ago

Kojagori Lakshmi Puja 2024: অমিল মরসুমি সব্জি, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনও অগ্নিমূল্য বাজার

Mismatched seasonal vegetables, Kojagari are fire-priced markets on Lakshmi Puja days as well
Mismatched seasonal vegetables, Kojagari are fire-priced markets on Lakshmi Puja days as well

 

কলকাতা, ১৫ অক্টোবর : ফুল ও ফল স্পর্শ করার জো নেই। সব্জির দামও আগুন। কোজাগরী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতিতে হাত পুড়ছে সাধারণ গৃহস্থের। কলকাতা থেকে গ্রাম - লক্ষ্মীপুজোর দিন চড়া বাজার সর্বত্রই। কলকাতার বিভিন্ন বাজারে আপেল, নাসপাতি, পানিফল, পেয়ারা সবই চড়া দামে বিক্রি হচ্ছে। ফুলের বাজারে পদ্মের দাম চড়া। শুধু শহর কলকাতা নয়, জেলাতেও বাজার অগ্নিমূল্য।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, হাওড়া, দুই ২৪ পরগনা ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও লক্ষ্মীপুজোর জোগাড়ে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। অগত্যা, অনেকেই আয়োজনে কাটছাঁট করছেন। মরসুমি সব্জিরও দেখা নেই।

কলকাতার বাজারে একটি নারকেলের দাম ৪০-৫০ টাকা। এক কেজি আপেলের দাম ২০০ টাকা, এক কেজি নাসপাতির দাম ৩০০ টাকা, এক কেজি শসার দাম ৮০ টাকা, এক কেজি পেয়ারার দাম ৮০ টাকা। এক কেজি পানিফল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেদানায় হাত দেওয়া দুষ্কর। এক কেজি বেদানার দাম ২৫০ থেকে ৩০০ টাকা। এক কেজি খেজুর বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এক কেজি আঙুরের দাম ২০০ টাকা, এক জোড়া মুসাম্বি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, এক জোড়া কমলালেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

You might also like!