kolkata

2 months ago

Manu Bhaker:প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে অনন্য রেকর্ড গড়লেন মনু ভাকের

Manu Bhaker
Manu Bhaker

 

কলকাতা, ৩০ জুলাই : চলতি অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত এবং সেটা মনু ভাকের ও সরবজ্যোত–এর হাত ধরে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি। সেই সঙ্গে ইতিহাস গড়লেন মনু। ১২৪ বছরের রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় মনু যিনি একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ ফলে হারিয়েছে এই ভারতীয় জুটি।

মনু ভাকেরের আগে ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক জিততে পারেননি। সেই ‘অসাধ্য’ সাধন করলেন ভারতের শুটার মনু ভাকের।

You might also like!