kolkata

2 days ago

Mamata Banerjee: ‘হোমস্টে’ তৈরি থেকে স্বনির্ভর গোষ্ঠী— সাফল্যের দাবি মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   পাহাড়ে আরও বেশি ‘হোমস্টে’ তৈরির কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করতে গিয়ে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে নেই। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বরে।"

মুখ্যমন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে রাজ্য। জিটিএ এলাকায় ইতিমধ্যে ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। ৫০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।

এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকে এদিন বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং বিভিন্ন সরকারি পরিষেবা দেন। সেখানেই তিনি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা শুধু বাড়িতে রান্না করবে না, তাঁরা হস্তশিল্পের কাজ করে নিজেদের স্বনির্ভরও করে তুলতে পারবে। সেজন্যই এই স্বনির্ভর গোষ্ঠী গঠন।

You might also like!