Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

kolkata

1 week ago

Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?'

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিহার ভোটের জন্য ছটে ছাড়, আর দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে আকাশছোঁয়া ভাড়া! বাগডোগরা-কলকাতা বিমান ভাড়া ১৮ হাজার টাকা হওয়ায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বৈষম্যের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।  উত্তরবঙ্গ সফর শেষে আজ বুধবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই এই ইস্যুতে সরব হন তিনি। বলেন, ”বিহারে নির্বাচন আছে বলে ছট পুজো বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। তাতে আমি খুশি, কিন্তু বাগডোগরা থেকে কলকাতা বিমান ভাড়া ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে।” এমনকী দিল্লি হয়ে যারা ঘুরে যাচ্ছেন সেক্ষেত্রে ৪২ থেকে ৪৫ হাজার টাকা বিমান ভাড়া লাগছে। কেন এমন বৈষম্য করা হচ্ছে? প্রশ্ন প্রশাসনিক প্রধানের।

ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে বেসামাল উত্তরবঙ্গ। এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে প্রাকৃতিক দুর্যোগের ছাপ। কোথাও ভেঙেছে রাস্তা তো আবার কোথাও নেমেছে ধস। এই পরিস্থিতিতে দ্রুত পাহাড় ছাড়ছেন পর্যটকরা। এজন্য আগেই শিলিগুড়ি থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যদিও চাপ বেড়েছে ট্রেনের টিকিটের উপরেও। চাইলেই মিলছে না টিকিট। এই অবস্থায় আকাশ ছোঁয়া বিমান ভাড়া। কলকাতায় ফিরতে একেবারে হিমশিম খেতে হচ্ছে পর্যটকদের। এদিন কলকাতায় ফিরেই সুর চড়ালেন প্রশাসনিক প্রধান। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার কীভাবে পর্যটকদের উদ্ধার করেছে তাও তুলে ধরেন।

মমতা বলেন, ”পর্যটকদের আমরা ভলভো বাসে করে ফিরিয়ে নিয়ে এসেছি। সবাই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছেন।” এমনকী যারা থেকে গিয়েছেন তাঁদের দিকেও নজর রাখা হচ্ছে বলে জানান প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ”মোটামুটি এক হাজার পর্যটককে ৪৫ টি ভলবো বাস এবং নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের বাসে নিয়ে আসা হয়েছে। যাদের কোনও সমস্যা না হয়। ” অন্যদিকে পাহাড়ে যে সমস্ত এলাকায় পরিস্থিতি খারাপ সেখানে কাজ শুরু হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


You might also like!