kolkata

2 months ago

Durga Puja 2024: থিমের জাদুতে এবারেও দুর্গাপুজোয় চমক দিতে চায় কল‍্যানীর আইটিআই ক্লাব

ITI Club of Kalyani wants to surprise Durga Puja this time with the magic of the theme
ITI Club of Kalyani wants to surprise Durga Puja this time with the magic of the theme

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর থেকে দূরের পুজোগুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই, তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। এবারেও দুর্গাপুজোয় চমক দিতে চায় তারা।

কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন। চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।

পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে। একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।

You might also like!