kolkata

2 months ago

Mamata Banerjee: তিস্তা থেকে ভাঙন, বন্যা, আবার ‘দিল্লি চলো’ ডাক মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ডিভিসির জল ছাড়া এবং বাংলায় বন্যা নিয়ে রাজ্য সরকারের অভিযোগ নতুন নয়। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে জলযুদ্ধে অবতীর্ণ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা থেকে একটি কমিটি জল নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সেচ মন্ত্রকে যাবে। সেই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভা থেকে তৃণমূলের সংসদীয় দলও যাবে সেচ মন্ত্রকে। বন্যার সমস্যা মেটাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও কথা বলে এসেছেন বলে জানিয়েছেন মমতা।

জল নিয়ে রাজ্যের প্রস্তাব কেন্দ্রকে জানাতে বিধানসভার কমিটি যাবে সেচ মন্ত্রকে। মমতার বক্তৃতা শেষ হওয়ার পর বিধানসভার স্পিকার জানান, পরিষদীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হবে।

বিধানসভায় যা আলোচনা হল, তার প্রতিলিপি দলের সাংসদদের কাছেও পাঠিয়ে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, রাজ্যসভা এবং লোকসভা থেকে তৃণমূলের প্রতিনিধি দল জল-সমস্যা নিয়ে দিল্লিতে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভুটান এবং সিকিমে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ক্ষতি হয়। ভুটান থেকে কেন্দ্রকে জানানো হয়, কিন্তু রাজ্যকে জানানো হয় না। বন্যায় বনভূমি, চা-বাগান শেষ হয়ে যাচ্ছে। বন্যপ্রাণ ভেসে যাচ্ছে। জলচুক্তি নিয়ে দিল্লিতে আমি নিজের অবস্থান জানিয়ে এসেছি।’’

বন্যার প্রসঙ্গে বাজেটে বঞ্চনার কথাও বলেন মমতা। বন্যার ক্ষয়ক্ষতির জন্য বিহার এবং অসমকে টাকা দেওয়া হলেও বাংলাকে কিছু দেওয়া হয়নি। যা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘‘বন্যা নিয়ে বাজেটে বিহার, অসমকে টাকা দেওয়া হল। বাংলা কিছু পেল না। বিজেপি সরকারকে সেলাম।’’

You might also like!