kolkata

2 months ago

Weather Forcast: মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৫ জুলাই : কখনও ঝমঝম করে, কখনও আবার মুষলধারে বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই একইরকম আবহাওয়া। মেঘলা আকাশ, স্বস্তিদায়ক আবহাওয়া, তবে কোথাও একটানা বৃষ্টি হচ্ছে না বললেই চলে। আগামী ২৪ ঘন্টাও এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। বৃষ্টি হবে উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই। তবে কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ, সকালেই বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে কলকাতার তাপমাত্রা রয়েছে মনোরম, স্বস্তিদায়ক আবহাওয়া দক্ষিণ ও উত্তরবঙ্গে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। তাপমাত্রা মনোরম হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিও কমেছে অনেকটাই। এই মুহূর্তে প্রায় ৪৬ শতাংশ মতো বৃষ্টি ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কিছু দিন এভাবেই বৃষ্টি হলে ঘাটতি আরও কিছুটা কমে যাবে। এদিকে, সমুদ্র উত্তাল থাকার কারণে ২৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


You might also like!