kolkata

1 week ago

Adhir Ranjan Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা অধীররঞ্জন চৌধুরীর

Adhir Ranjan Chowdhury (File Picture)
Adhir Ranjan Chowdhury (File Picture)

 

কলকাতা, ২১ জুন: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন অধীররঞ্জন চৌধুরী। এবারের ভোটে তৃণমূলের কাছে পরাস্ত হয়েছে অধীর চৌধুরী। নিজের আসনেই পরাস্ত হয়েছেন অধীর। আর এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের পাঁচ বারের প্রাক্তন সাংসদ।

জানা যাচ্ছে, বেশ কয়েকদিন আগেই তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অধীরবাবু। সূত্রের খবর, অধীর চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কংগ্রেসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, এবারের ভোটে বাংলায় একাধিক ইন্দ্রপতনের ছবি ধরা পড়েছে। তার মধ্যে অন্যতম বহরমপুরে নিজের দুর্গ থেকে অধীর চৌধুরীর হার। তৃণমূলের তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হয়েছেন তিনি। লোকসভা ভোট পরবর্তী সময়ে শুক্রবার কলকাতায় বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অধীর বলেন, “আমি প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়্গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন, সেদিন থেকে তো ভারতবর্ষের আর কোনও রাজ্যে সভাপতি হয়নি। এবার যখন করবে, তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি।”

You might also like!